0414music.mp3
|
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি --- পেইচিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্বের 'সুরের ধারা' আসর শোনার জন্য স্বাগত জানাই আপনাদের।
বাঁশি বাদক উ কুও চোং
বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদের চীনের বিখ্যাত বাঁশি বাদক উ কুও চোং এর বাজানো কয়েকটি বাঁশির সুর শোনাবো। প্রথমে শুনুন 'পানির মধ্যে চাঁদ' নামের সুরটি।
উ কুও চোং চীনের কুয়াংতোং নৃত্যগীতি দলের উপপ্রধান, চীনের সুরকার সমিতির স্থায়ী সদস্য এবং কুয়াংতোং সুরকার সমিতির সদস্য। তিনি চীনের একজন প্রথম শ্রেণীর বাঁশি বাদক। তিনি বাঁশির সুরের অনেকগুলো অ্যালবাম প্রকাশ করেছেন।
এবার শুনুন তাঁর বাজানো 'লিজ্যান্ড' নামের সুরটি। এটা চীনের একটি অত্যন্ত জনপ্রিয় পপ সংগীত। কিন্তু বাঁশি দিয়ে বাজালে আমরা কেমন যেন নতুন স্বাদ পাই।
বাঁশির সুর খুব মধুর এবং মিষ্টি। আবার এক ধরনের বেদনাদায়ক ছন্দ প্রতিফলিত হয় বাঁশির সুর থেকে। বর্তমানের ব্যস্ততম শহর জীবনে একটু সময় পেলে এক কাপ চা হাতে চোখ বন্ধ করে শান্ত বাঁশির সুর শুনতে শুনতে মনের কথা ভেবে খুবই আরাম পাওয়া যায়, তাই না বন্ধুরা?
বন্ধুরা, এবার শুনুন উ কুও চোং এর বাজানো 'স্বর্গের তিব্বত' নামের একটি সুর।
উ কুও চোংয়ের বাঁশির সুরের বৈশিষ্ট্য হচ্ছে চীনের প্রাচীন বাদ্যযন্ত্র দিয়ে আধুনিক গানের সুরকে রূপান্তর করে সম্পূর্ণ নতুন সুর উপহার দেন তিনি শ্রোতাদের। তাঁর বাজানো সুর শুনে মনে হয়, বাঁশি এবং তিনি মিলেমিশে একাকার হয়ে গেছেন।
এবার শুনুন 'চোং মা' নামের সুরটি। চো মা হচ্ছে তিব্বতী ভাষা, এটি একজন খুব সুন্দর দেবীর নাম।
উ কুও চোং পর্তুগাল, পোল্যান্ড, জার্মানী, চেক, জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপিন ও অস্ট্রিয়াসহ অনেক দেশে গিয়ে বাঁশির মনমুগ্ধকর সুর পরিবেশনা করেছেন এবং ভূয়সী প্রশংসা পেয়েছেন।
এবার শুনুন 'উত্তপ্ত রক্ত' নামের একটি সুর। এটি ছিল হংকংয়ের একটি জনপ্রিয় টেলিভিশন নাটকের থিম সং।
বহু বছর ধরে বাঁশি বাজিয়ে দেশে সুনাম অর্জনের পাশাপাশি উ কুও চোং অনেক পুরস্কারও পেয়েছেন। ১৯৯৪ সালে তিনি চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ পুরস্কার লাভ করেন।
এবার শুনুন তাঁর বাজানো আরেকটি সুর 'জ্যোত্স্নার নিচে তোমাকে মিস করি'।
বন্ধুরা, এতোক্ষণ আপনারা চীনের বিখ্যাত বাঁশি বাদক উ কুও চোংয়ের বাজানো সুর শুনলেন। অনুষ্ঠানের শেষে শুনুন তাঁর বাজানো 'শহরে চাঁদের আলো' নামের অদ্ভূত সুন্দর সুরটি।
বন্ধুরা, এ পর্বের 'সুরের ধারা' আসর এ পর্যন্তই। এ অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ্য থাকুন। আবার কথা হবে। (ইয়ু/মান্না)
| ||||