0106yinyue.mp3
|
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি – পেইচিং থেকে আপনাদের প্রচার করছি সুরের ধারা আসর। আশা করি, আরামদায়ক সুর শুনে আপনাদের ভালো লাগবে।
শ্রোতাবন্ধু, আপনি কখনো থাইজি মিউজিক শুনেছেন? এটা হলো চীনের জাতীয় পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের মধ্যে অন্যতম। এটা স্বাস্থ্য রক্ষার এক ধরনের কুংফু। থাইজি দেখতে নমনীয়, নরম ও মন্থর। এখন অনুষ্ঠানে আপনারা থাইজি সংগীত শুনছেন। কেমন লাগছে বন্ধুরা?
সংগীত কেবল আমাদের মন ভালো করে, তাই নয়, বরং সংগীত চিকিত্সার ভূমিকাও পালন করে থাকে। চীনে কিছু স্বাস্থ্যকর সুর আছে। তা শুনলে মন শিথিল হয়। এটা স্বাস্থ্যের জন্যও কল্যাণকর।
এখন শুনুন 'টাটকা বাতাস ও পরিষ্কার মেঘ' নামে সুর।
ইয়োগা চীনে খুব জনপ্রিয়। বিশেষ করে, অনেক মহিলারা ইয়োগা চর্চা করেন। ইয়োগা চর্চা করে মানুষের শারীরিক, মানসিক, আত্মিক ও আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা উন্নত হয়। ইয়োগা চর্চার সময় বিশেষ সংগীত বাজানো হয়। এখন শুনুন ইয়োগার সুর 'অনুপ্রেরণা'।
বন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের সুরের ধারা আসর শুনছেন। আজ আপনাদের জন্য কয়েকটি স্বাস্থ্যকর সুর শোনাচ্ছি। এবার শুনুন 'ধ্যান' নামে সুর।
এখন চলছে শীতকাল। আমি গ্রীষ্মকাল খুব মিস করি। কারণ গ্রীষ্মকালে এতো বেশি কাপড় পরতে হয় না। ঘরের বাইরে গেলে হাত ও মুখ ঠাণ্ডা লাগে না। ইচ্ছামতো আইসক্রিম খাওয়া যায়। এখন গ্রীষ্মকাল না এলেও চলুন, সবাই মিলে আমরা 'গ্রীষ্মকাল' নামের সুর শুনি।
বন্ধুরা, এতক্ষণ আপনারা চীন আন্তর্জাতিক বেতারের সুরের ধারা আসর শুনলেন। এ অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই। আবার কথা হবে। (ইয়ু/তৌহিদ)
| ||||