1223music.mp3
|
প্রথমেই শুনুন 'স্বর্গীয় দাসীর ফুল ছড়ানো'নামে সুর।
বাঁশি হচ্ছে চীনের সাধারণ ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের অন্যতম। চীনের লোকসংগীত, অপেরা, জাতিগত সংগীত ও আধুনিক সংগীতে প্রায়ই বাঁশি ব্যবহার ব্যবহার হয়। এবার শুনুন 'সুচৌ নদীর তীরে' নামে সুর।
চীনের জাতিগত সংগীত দলে বাঁশির বিশেষ গুরুত্ব রয়েছে। তাকে 'লোকসংগীতের রাজা' বলা হয়। বাঁশি সাধারণত বাঁশ দিয়ে তৈরি হয়। তাছাড়া পাথর, জেড-পাথর বা লাল রঙের কাঠ দিয়েওতৈরি হয়। প্রাচীনকালে হাড়ের তৈরি বাঁশিও ছিল। তবে বাঁশি তৈরির সবচেয়ে ভালো কাঁচামাল হলো বাঁশ। এতে একদিকেব্যয়ও যেমন কম, অন্যদিকে সুরও অনেক সুন্দর।
বন্ধুরা, এবার শুনুন 'পাপড়ি ঝরা ও পানি প্রবাহ'নামে সুর।
বাঁশি দিয়ে নানা ধরণের সুর বাজানো যায়। আনন্দ, বেদনা অতি উচ্চ বা নিম্ন সব সুরই বাজানো যায় এই বাঁশি দিয়ে। নববর্ষ আসছে।নতুন বছরের আর মাত্র কয়েকটি দিন বাকী। সবাই নতুন প্রত্যাশা নিয়ে নতুন বছরকে স্বাগত জানাই। সবার মন ভরে
উঠুক আনন্দে। এবার তাহলে আমরা 'আনন্দের গান' শুনি, কেমন?
বন্ধুরা, নতুন বছরে আপনার প্রত্যাশা বা স্বপ্ন কী? আশা করি, নতুন বছরে আপনার স্বপ্ন পূরণ হবে। সব কাজ সুষ্ঠুভাবে চলবে। স্বাস্থ্য ভালো থাকবে। এখন আপনাদের 'ভালো পূর্বলক্ষণ' নামে সুর শোনাবো।
বন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের 'সুরের ধারা' আসর শুনছেন। আজ আপনাদেরকে বাঁশি দিয়ে বাজানো কয়েকটি সুর শোনাচ্ছি।
এবার শুনুন 'ছাগপালক' নামে সুর।
বন্ধুরা, ছাগপালক নামে সুরটি শোনার সময় আপনারা কী তৃণভূমির দৃশ্য কল্পনা করেছেন? কারণ আমরা জানি, ইনার মঙ্গোলিয়ার বিশাল তৃণভূমিতে আছে হাজার হাজার ছাগল।তৃণভূমির বিভিন্ন স্থানে সাদা মেঘের মতো ছড়িয়ে রয়েছে এই ছাগলগুলো। সে দৃশ্য খুবই সুন্দর ও মনোরম।
এবার আপনাদের শোনাবো 'নীল ও কাল' নামে সুর। আচ্ছা, একটু খেয়াল করুন তো কী গল্প লুকিয়ে রয়েছে এ সুরটিতে?
বন্ধুরা, অনুষ্ঠানের শেষে শুনুন 'মানুষের দীর্ঘ জীবনের কামনা' নামে সুর। এ কথাটিআমার মনের কথাও। আমিও সবার দীর্ঘ জীবন কামনা করি।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের 'সুরের ধারা' আসর এ পর্যন্তই। এ অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই। আবার কথা হবে। (ইয়ু/টুটুল)