Web bengali.cri.cn   
পাখির কবিতা
  2014-12-09 19:41:40  cri


বন্ধুরা, এখন আপনারা শুনছেন 'পাখির কবিতা' নামে সুর। যদি আপনার মনে সাহিত্যের ভাব থাকে, তাহলে প্রকৃতির সব দৃশ্য আপনার মনকে কবি করে তুলবে। আর সেই সাথে এক একটি দৃশ্যকে আপনার কাছে কবিতার মতো মনে হবে, তাইনা?

এখন বিশেষ করে যারা বড় বড় শহরে বাস করেন, তাদের জীবনের চাপ দিন দিন বেড়েই চলেছে। আমরা চাকরির জন্য, ভবিষ্যতের জন্য, নানা প্রতিযোগিতার জন্য সবসময় উদ্বিগ্ন হয়ে পড়ছি। এতো ব্যস্ততার মাঝেও এক শান্ত সুর যখন কানে ভেসে আসে তখন আমাদের মন এক মুহূর্তের জন্য হলেও সান্ত্বনা খুঁজে পায়। হ্যাঁ, আর এই সুর জীবনের প্রশান্তির জন্য অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এবার শুনুন 'মেঘ ও পানিতে ধর্ম পালনের মন' নামে সুর।

শ্রোতাবন্ধু, আপনি কি কখন ঘুড়ি উড়িয়েছেন? চীনে ঘুড়ি উড়ানো খুবই জনপ্রিয় একটি খেলা। পার্কে, মহাচত্বরে বা কোনো খোলা মাঠে নানা বয়সের লোক বিভিন্ন আকারের ঘুড়ি উড়ান। যারা ঘুড়ি উড়ান, তারা এতে অনেক মজা পান। আমরা যখন এর পাশ দিয়ে হেঁটে চলি তখন আমরাও মজা পাই। রেডিও'র মাধ্যমে আমি তো আপনাদের চীনের ঘুড়ি দেখাতে পারি না, তবে 'ঘুড়ি ও বাতাস' নামে সুর শোনাতে পারি। হ্যাঁ বন্ধুরা, একটু চোখ বন্ধ করে সুরটি শুনুন আর কল্পনা করুন, কেমন?

শ্রোতাবন্ধু, আপনি কখনো বাঁশের বন দেখেছেন? বাঁশের বন ও অন্যান্য কোনো গাছের বনের মধ্যে পার্থক্য রয়েছে। বাঁশের বন দেখতে খুবই পরিষ্কার এবং ফিটফাট। বাঁশের বনে দাঁড়ালে কানে বিশেষ শব্দ আসে। আর সেই শব্দ হচ্ছে বাঁশের গান। বন্ধুরা, শুনুন 'বাঁশের বনের গভীরে' নামে সুর।

আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শ্রুতিমধুর বাঁশির সুর শুনতাম। এই সুর অতি আকর্ষণীয়। চীনে বাঁশি আছে, সিয়াও আছে। সিয়াও দেখতে বাঁশির মতো। তবে বাজানোর পদ্ধতি ভিন্ন। এবার শুনুন সিয়াও দিয়ে বাজানো 'সূর্যাস্তের সুর'।

শ্রোতাবন্ধু, আপনি কখনো খেয়াল করেছেন, সূর্যাস্তের সময় পশ্চিম আকাশে মেঘ লাল হয়ে যায়। সে দৃশ্য খুবই সুন্দর, তাইনা? অনুষ্ঠানের শেষে শুনুন 'সন্ধ্যার বাতাসে সূর্যাস্তের মেঘ' নামে সুর।

বন্ধুরা, এতক্ষণ আপনারা চীনের কয়েকটি বিখ্যাত সুর শুনলেন। সুরগুলো আপনাদের কেমন লাগলো? অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে ইমেইল পাঠাবেন। ইমেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn

বন্ধুরা, সুরের ধারা আসর এ পর্যন্তই। ভালো থাকুন সবাই। আবার কথা হবে। (ইয়ু / টুটুল) 

 

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040