Web bengali.cri.cn   
শি চিনের পিয়ানো সুর
  2014-10-28 19:16:40  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি – পেইচিং থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 'সুরের ধারা' আসর। আশা করি,আজকের সুশ্রাব্য সুরগুলো আপনাদের ভালো লাগবে।

বন্ধুরা, এখন আপনারা শুনছেন চীনেরযুব সুরকার শি চিনের রচিত ও বাজানো পিয়ানো সুর। এর নাম 'ফুলের মৃদুহাসি'।

সুরকার শি চিন

শি চিন চীনের কুয়াংশি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল লিউ চৌয়ের লোক। তিনি পেশাগত সুরকার নন। বিশ্ববিদ্যালয়ে তিনি কম্পিউটার তথ্য ব্যবস্থাপনা শিখেছেন। বর্তমানে তিনি এক ইন্টারনেট কোম্পানির প্রকৌশলী। ২০০৫ সাল থেকে তিনি পিয়ানোতে সুর দেওয়া শুরু করেন। এটা তাঁর সখ। তিনি নিজেও ভাবতে পারেন নি, এতো বেশি লোক তাঁর সংগীত পছন্দ করেন।

এবার শুনুন তাঁর সুর 'একজনের সময়'।

শি চিনের দেয়া সুর 'রাতের পিয়ানো সুর'২০১১সালের'চীনা ভাষা স্বর্ণ গান' অ্যাওয়ার্ডের মনোনয়ন পুরস্কার ও শ্রেষ্ঠ একক সুর অ্যালবামের মনোনয়ন পুরস্কার লাভকরে। এ সুরটিকে চীনের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ফাং সিয়াও কাংয়ের নামকরা চলচ্চিত্র 'যদিতুমিএকাই'এরপটভূমি সংগীত হিসেবে ব্যবহার করা হয়েছে। এরপর এ সুর ব্যাপকভাবে চীনের বেতার ও টেলিভিশন অনুষ্ঠানের পটভূমি সংগীত হিসেবে ব্যবহার করা হয়। বন্ধুরা, তাহলে শুনুন 'রাতের পিয়ানো সুর'।

শি চিন বলেন, প্রাথমিক স্কুলে তিনি দু'বছর ইলেক্ট্রনিক কিবোর্ড শিখেছেন। পরে লেখাপড়ার চাপে সংগীত শেখা বন্ধ করেদেন। ২০০২ সালে তিনি তাইওয়ানের শিল্পী চৌ চিয়ে লুনের সংগীতানুষ্ঠান দেখেন। তখন থেকে তিনি নিজেই পিয়ানো শেখার সিদ্ধান্ত নেন। ২০০৪ সালে তিনি গান লেখা শুরু করেন।

বন্ধুরা, এবার শুনুন শি চিনের সুর 'সুখীসময়'।

২০০৫ সালে শি চিন লিউ চৌ ত্যাগ করে নান নিং শহরে চাকরি করতে যান। তখন থেকে তিনি 'রাতের পিয়ানো সুর' নামে ধারাবাহিক পিয়ানো সুর বাজাতে শুরু করেন । শি চিনের পিয়ানো সুর বাজাতে তেমন কঠিন কৌশলের প্রয়োজন হয় না। কিন্তু তাঁর সুর চীনের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ফাং সিয়াও কাং সহ অসংখ্য শ্রোতাদের মুগ্ধ করেছে। নাননিংয়ের পিয়ানো বাদক চেন সি ফান মনে করেন,"শিচিনের সুরের মধ্যে বিশেষ আন্তরিকতা রয়েছে। সেটা শ্রোতাদের মুগ্ধ করে।"

বন্ধুরা, এবার শুনুন 'বৃষ্টির সময় তোমার কার কথা মনে পড়বে' নামে সুর।

নিজের সবচেয়ে প্রতিনিধিত্ব কর্ম 'রাতের পিয়ানো সুর' বললে শিচিন বলেন, 'এর পিছনে খুব জটিল কোন গল্প নেই। এ সুর লিখতে কেবল চল্লিশ মিনিট সময় লেগেছে। এর মধ্যে ভালোবাসার অনুভূতি বর্ণিত হয়েছে। 'রাতের পিয়ানো সুর এ পর্যন্ত ৩১টি হয়েছে। এগুলোর মধ্যে পঞ্চম নম্বর সুর সবচেয়ে জনপ্রিয়।

বন্ধুরা, এবার শুনুন 'স্বপ্নের মতো'নামেসুর।

শি চিন চীনের অধিকাংশ যুবকের মতোই রোজ চাকরি করেন, বল খেলেন, বন্ধুদের সঙ্গে গল্প করেন, পিয়ানো বাজান। তাঁর জীবন সরল ও শান্ত। শুনুন তাঁর সুর 'স্মৃতি'।

শি চিন সংবাদদাতাকে বলেন, 'বিভিন্ন মানুষ বিভিন্ন পদ্ধতিতে নিজের জীবন রেকর্ড করে রাখেন। তাঁর উপায় হচ্ছে সুর দিয়ে রেকর্ড করা। তাঁর জীবন থাকলে, তাঁর সুর দেওয়া থামবে না। শুনুন তার সুর 'বৃষ্টির মধ্যে সূর্যমুখীফুল'।

শি চিনের 'রাতের পিয়ানো' সুরগুলোর মধ্যে '১৯৮১' নামে একটি সুর রয়েছে। কারণ তিনি ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন। সে সালের কথা স্মরণ করে তিনি একই নামে এক সুর তৈরি করেন। ২০১১ সালে পরিচালক ফাং সিয়াও কাং চলচ্চিত্র '১৯৪২' পরিচালনা করার সময় শিচিন '১৯৮১' এ সুরের সুপারিশ করেন, তবে তা গ্রহণ করা হয়নি। শিচিন বলেন, 'আমি আশা করি, আমার সুরগুলো আরো বড় প্লাটফর্মে প্রচারের সুযোগ পাবে। এবার তা বাস্তবায়িত হয়নি। ভবিষ্যতে আরো সুযোগ আছে। আমি হতাশ হয়নি।'

বন্ধুরা, শুনুন '১৯৮১'নামে সুর।

শি চিন মনে করেন, 'আমি অনেকগুলো সুর তৈরি করেছি। এর মধ্যে অবশ্যই দুই তিনটি সুর শ্রোতাদের পছন্দ হবে।' আসলে তিনি নিজেকে ছোট করে দেখেছেন। যদি আমরা ইন্টারনেট ভিজিট করি, 'শিচিন' এর নাম দিয়ে খুঁজি, তাহলে তার সুরের প্রতি শ্রোতাদের অনেক প্রশংসা দেখতে পাবো। চীনের অনেক সংগীত অনুরাগী, পেশাগত শিল্পী ও বাদক শি চিনের সুর বাজিয়েছেন। তাঁর 'রাতের পিয়ানো সুর 'অ্যালবাম 'সিয়ামি'সংগীত ওয়েবসাইটে এক কোটির বেশি বার প্রচার হয়েছে এবং ৯.৬ পয়েন্ট উচ্চ মার্ক পেয়েছে। তাহলে বুঝা যায়, শ্রোতারা শি চিনের সুরকে কেমন পছন্দ করেন।

শুনুন, শি চিনের সুর 'একটি বাসার চিঠি'।

শি চিন তাঁর সুরের মধ্য দিয়ে নিজের ও বন্ধুদের এক একটি ছোট গল্প রচনা করেছেন। তাঁর অতীত জীবনের কথা সুরের মধ্যে রয়েছে। শুনুন 'বিদ্যায়' নামে সুর।

বন্ধুরা, আজকের'সুরের ধারা' আসর এ পর্যন্তই। আমার সঙ্গে থেকে এ অনুষ্ঠান শুনার জন্যঅসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আবার কথা হবে। (ইয়ু/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040