Web bengali.cri.cn   
বাউ দিয়ে বাজানো সুর
  2015-03-03 19:53:52  cri


প্রিয় শ্রোতা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি – পেইচিং থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারা' আসর। আশা করি, আপনারা সবাই ভালো আছেন।

প্রথমেই শুনুন বাউ দিয়ে বাজানো 'মাছ ধরার গান'।

বন্ধুরা, বাউ হচ্ছে চীনের ইয়ুন নান প্রদেশের ঈ, মিয়াও, দাই, ওয়া, বুলাং ও হানি সহ বেশ কিছু সংখ্যালঘু জাতির জনপ্রিয় এক বাদ্যযন্ত্র। হানি জাতি এ বাদ্যযন্ত্রকে 'গোবি' বলে। ঈ জাতি এ বাদ্যযন্ত্রকে 'বিলু'বা 'উল'  বলে। তোং জাতি এ বাদ্যযন্ত্রকে 'পাই'বলে। বাদ্যযন্ত্র হিসেবে বাউ এককভাবে বাজানো যায় এবং কোন নৃত্য বা গানের জন্যও সংগত করা যায়।

এবার শুনুন বাউ দিয়ে বাজানো আরেকটি সুর 'পাহাড়ি গ্রামের প্রেমের গান'।

বাউ দেখতে কিছুটা বাঁশির মতো, এটা এক ধরণের সুষির যন্ত্র, ফুঁ দিয়ে বাজাতে হয়। বাঁশের নল দিয়ে বাউ তৈরি হয়। বাউ এর গায়ে আটটি আঙ্গুল রাখার গর্ত আছে। মুখ দিয়ে ফুঁ দেয়ার জায়গায় ব্রোঞ্জের তৈরি রিড আছে। বাউ এর আওয়াজ খুব বড় নয়, তবে খুব নরম। দক্ষিণ-পশ্চিম চীনের লোকেরা বাউ দিয়ে 'কথা বলা যায়' মনে করেন।

বন্ধুরা, এবার শুনুন 'দাই জাতির মেয়ে' নামে সুর। শুনুন, বাউ দিয়ে মেয়ে কী বলেছে?

বন্ধুরা, এতক্ষণ আপনারা বাউ দিয়ে বাজানো 'দাই জাতির মেয়ে' নামে সুর শুনলেন। বাউয়ের আওয়াজ খুব শ্রুতিমধুর, যেন দুই প্রেমিক ও প্রেমিকার পরস্পরের কাছে মিষ্টি কথা বলার মতো। ফলে সন্ধ্যা বেলায় ঈ জাতি, হানি জাতি ও মিয়াও জাতির যুবক যুবতীরা প্রেমে পড়ার সময়ে প্রায়ই বাউ দিয়ে সুর বাজান, এর মাধ্যমে পরস্পরের প্রতি প্রেমের ভাব প্রকাশ করেন।

বন্ধুরা, এবার শুনুন 'তৃণভূমির প্রেমের গান' নামে সুর।

বাউয়ের সুরে গভীর জাতিগত রং আছে। হানি জাতির লোকেরা প্রায়শই বাউকে গায়ে রাখে। যখন সময় পায়, তখন এক সুর বাজান। তারা বাউ দিয়ে স্মৃতি স্মরণ করেন এবং মনের কথা প্রকাশ করেন। ঈ জাতির লোকেরা দুটি বাউ একসাথে সংগত করতে পছন্দ করেন।

বন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। এবার শুনুন 'ইয়াও জাতির নৃত্য সুর'।

বন্ধুরা, এতক্ষণ আপনারা বাউ দিয়ে বাজানো কয়েকটি সুর শুনলেন। কেমন লাগলো? বাউ দিয়ে কী সত্যি সত্যি কথা বলা যায়? আপনারা এ সুরগুলো থেকে কী কী অর্থ বুঝতে পেরেছেন?

ইয়ুন নান এমন একটি জায়গা, সেখানকার প্রাকৃতিক পরিবেশ যেমন সুন্দর, তেমনি বৈচিত্র্যময় নানা জাতির সংস্কৃতিও ।

এবার শুনুন 'মেঘের দক্ষিণাঞ্চল' নামে সুর। এর আসল অর্থ হচ্ছে ইয়ুন নান।

বন্ধুরা, উসুলি হচ্ছে চীনের হেইলোং নদীর একটি শাখা নদী। এ নদী হচ্ছে চীন ও রাশিয়ার সীমান্ত নদী। এবার শুনুন 'উসুলির নৌকার গান' ।

বন্ধুরা, সুর শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। এখন শুনবেন আজকের অনুষ্ঠানের সর্বশেষ সুর 'তৃণভূমিতে বসন্তকাল এসেছে' ।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের 'সুরের ধারা' আসর শুনলেন। এ অনুষ্ঠানটি শোনার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আবার কথা হবে। (ইয়ু/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040