Web bengali.cri.cn   
চীনের বিভিন্ন অঞ্চলের লোকসংগীতের সুর
  2015-05-26 17:41:34  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি – পেইচিং থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুরের ধারা আসরটি।

আজকের অনুষ্ঠানে আপনারা শুনবেন চীনের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্বকারী স্থানীয় সুর। আশা করি, সুরগুলো আপনাদের ভালো লাগবে।

বন্ধুরা, প্রথমেই শুনুন "শান্ত হ্রদে শরত্কালের চাঁদ" নামে সুর। এটা হচ্ছে চীনের কুয়াংতুং প্রদেশের অন্যতম শ্রেষ্ঠ লোকসংগীত। এ সুরে হাংচৌর পশ্চিম হ্রদের শরত্কালের মনোরম দৃশ্য বর্ণিত হয়েছে। পশ্চিম হ্রদ এলাকার রূপকথা বিশ্বের মতোই সুন্দর।

বন্ধুরা, ইয়াংসি নদীর তিন-গিরিখাত মধ্য চীনে অবস্থিত। ছুথাং গিরিখাত, উ গিরিখাত ও সিলিং গিরিখাত এ তিনটি গিরিখাতকে একত্রে 'তিন-গিরিখাত' বলা হয়। এ গিরিখাত ছোংছিংয়ের পাইডিচেন থেকে শুরু হয়ে হুপেই প্রদেশের ইছাং পর্যন্ত প্রসারিত, এর দৈর্ঘ্য ১৯৩ কিলোমিটার। তিন-গিরিখাতের নদনদী ও পাহাড়ী অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। এবার শুনুন 'তিন-গিরিখাতের আবেগ' নামে সিছুয়ান প্রদেশের লোকসংগীত।

চীন বিশাল এক দেশ। চীনের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতির বড় তফাত রয়েছে। এবার শুনুন 'সিন থিয়ান ইয়ু' নামে শেনশি প্রদেশের লোকসংগীত।

বন্ধুরা, ছিংহাই হচ্ছে চীনের ছিংহাই-তিব্বত মালভূমির এক গুরুত্বপূর্ণ প্রদেশ। এ প্রদেশের রাজধানী হচ্ছে সিনিং। ইয়াংজি নদী ও হুয়াংহো নদীর উত্স স্থান ছিংহাইতে। চীনের মূলভূভাগের সবচেয়ে বড় লোনা পানির হ্রদও ছিংহাইতে আছে। এবার শুনুন 'অর্ধেক চাঁদ উঠেছে' নামে ছিংহাই প্রদেশের একটি লোকসংগীত।

বন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের সুরের ধারা অনুষ্ঠান শুনছেন। আজ আমি চীনের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্বকারী লোকসংগীত আপনাদেরকে শোনাবো।

মঙ্গোলীয় জাতি হচ্ছে পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ জাতিদের মধ্যে অন্যতম। এ জাতির বেশির ভাগ লোক চীনের ইনার মঙ্গোলিয়ায় বসবাস করেন। তাদের ভাষা, সংগীত ও রীতিনীতির নিজস্ব বৈশিষ্ট্য আছে। 'রাখালিয়া গান' হচ্ছে মঙ্গোলীয় জাতির প্রধান লোকসংগীত। তা শুনে বিস্তীর্ণ তৃণভূমির দৃশ্য চোখের সামনে ভেসে আসে। শুনুন তাহলে।

বন্ধুরা, সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল উত্তর-পশ্চিম চীনে অবস্থিত। এর আয়তন ১৬ লাখ ৬০ হাজার বর্গকিলোমিটার। আয়তনের দিক থেকে প্রায় চীনের মোট আয়তনের ছয় ভাগের এক ভাগ। সিনচিয়াংয়ে ৪৭টি জাতির লোক বসবাস করেন। এটা হচ্ছে চীনের পাঁচটি সংখ্যালঘু জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি। বিভিন্ন জাতির সংগীত ভিন্ন। এবার শুনুন এ অঞ্চলের একটি জনপ্রিয় লোকসংগীত 'ফুল কেন এত লাল"।

বন্ধুরা, এতক্ষণ আপনারা উত্তর-পশ্চিম চীনের কয়েকটি লোকসংগীত শুনলেন। এবার আমরা দক্ষিণ চীনে চলে যাবো। ইয়ুনান হচ্ছে শ্রোতাদের কাছে অতি পরিচিত এক অঞ্চল। কারণ চীনের ইয়ুনান ও দক্ষিণ এশিয়ার মধ্যে দূরত্ব সবচেয়ে কম। সরাসরি ফ্লাইট চালু হওয়ার কারণে অনেক বাঙালি বন্ধুরা ইয়ুনান গিয়েছেন। এবার শুনুন ইয়ুনানের একটি লোকসংগীত। এর নাম 'একটি সুন্দর জায়গা আছে'।

বন্ধুরা, সুর শুনতে শুনতে প্রায় অনুষ্ঠানের শেষপ্রান্তে চলে এসেছি। চীনের সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে প্রায়শই 'জেসমিন ফুল' নামে সুর শুনা হয়। এটি হচ্ছে চিয়াংসু প্রদেশের এক লোকসংগীত।

বন্ধুরা, 'জেসমিন ফুল' সুরের তালে তালে আজকের সুরের ধারা আসর শেষ করছি। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভালো থাকুন সবাই। আবার কথা হবে। (ইয়ু)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040