Web bengali.cri.cn   
সুরের ধারায়: সংগীতের সুন্দরী কবি চেন ইউয়ে
  2015-12-08 17:59:41  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা,আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি আনন্দী পেইচিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি এ পর্বের 'সুরের ধারায়' আসর। এ আসরে আপনাদের জন্য চীনের বিখ্যাত বাঁশি বাদক ও সংগীতের সুন্দরী কবি চেন ইউয়ে ও তার বাজানো সুরের সাথে পরিচয় করিয়ে দেবো।

বন্ধুরা,অনুষ্ঠানের শুরুতেই আপনারা শুনছেন চীনের বাঁশি বাদক চেন ইউয়ে এবং হংকংয়ের পিয়ানো বাদক ম্যাকের বাজানো সুর 'উইজার্ড অফ অজ' বা 'অজের জাদুকর'। এ সুরটি চীনের ল্যান্ডস্কেপ চিত্রশিল্পে উঠে আসা সুদূরের বিস্তৃত সবুজ প্রকৃতির মত মনোরম ও সৌন্দর্যে ভরপুর। বিশেষ করে বর্তমানের ব্যস্ত শহরবাসীরা এ সুর শুনে মনে অনেক শান্তি অনুভব করেন এবং ব্যাপক আরাম পান।

চেন ইউয়ে চীনের চেনচিয়াং প্রদেশের হাংচৌ শহরে জন্মগ্রহণ করেন। মাত্র সাড়ে পাঁচ বছর বয়স থেকে তিনি তার বাবার কাছে বাঁশি বাজানো শিখতে শুরু করেন। ছোটবেলায় তিনি ফুসফুসের ক্ষমতা বৃদ্ধির জন্য প্রতিদিন সাঁতার কাঁটতেন। স্কুল থেকে তার বাসায় ফিরতে যত দেরিই হোক না কেন দুই ঘন্টা ধরে বাঁশি বাজানোর চর্চা কখনোই বন্ধ হয় নি। মাঝে মাঝে বেশি ক্লান্ত হয়ে গেলে কোলে বাঁশি রেখে ঘুমিয়ে পড়তেন। বারো বছর বয়সে চীনের বিখ্যাত বাঁশি বাদক ও শিক্ষাবিদ চাও সোং টিং চেন ইউয়ের এই বিশেষ গুণ আবিস্কার করেন। তখন থেকেই তিনি তাকে ছাত্রী হিসেবে গ্রহণ করেন।

১৫ বছর বয়সে চেন ইউয়ে চীনের সংগীত ইনস্টিটিউটের অন্তর্ভুক্ত হাইস্কুলে ভর্তি হন। ১৮ বছর বয়সে তিনি চীনের সংগীত ইনস্টিটিউটে ভর্তি হন। তিনি হলেন চীনের প্রথম বাঁশি শিল্পে মাস্টার্স ডিগ্রি অর্জনকারী শিল্পী এবং চীনের সংগীত ইনস্টিটিউটের সবচেয়ে নবীন লেকচারারদের অন্যতম।

শ্রোতাবন্ধুরা,এবার শুনুন চেন ইউয়ের বাজানো 'লিয়াং চু' নামের একটি সুর। প্রাচীনকালের চীনের একটি রোমান্টিক ও বিয়োগান্ত প্রেম কাহিনী থেকে সৃষ্টি করা হয়েছে এ শ্রুতিমধুর সুরটি।

1 2 3
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040