Web bengali.cri.cn   
চীনের বিখ্যাত হুছিন বাদক লিউ মিং ইউয়ান
  2015-09-01 11:22:10  cri


মিঃ লিউ মিং গত অর্ধ শতাব্দী ধরে চীনের সেরা জাতিগত বাদ্যযন্ত্র বাদকদের অন্যতম। তাকে লিউ থিয়ান হুয়া  এবং হুয়া ইয়ান জুনের  সঙ্গে চীনের তিনজন শ্রেষ্ঠ হুছিন মাস্টারদের একজন হিসেবে গণ্য করা হয়।

গত শতাব্দীর ৫০'র দশক থেকে তিনি চীনের বিভিন্ন সঙ্গীত ইনস্টিটিউটে বিকল্প শিক্ষক ছিলেন। ৮০'র দশকের মাঝামাঝি সময় তিনি চীনের সঙ্গীত ইনস্টিটিউটের অধ্যাপক হন। কয়েক দশক ধরে তিনি প্রায় চারশ জন লোকসংগীত জগতের প্রতিভাবান ব্যক্তিকে শিক্ষা দান করেছেন। তার ছাত্ররা দেশে-বিদেশে নানা বাদক দলের প্রধান বাদক এবং বিশ্ববিদ্যালের অধ্যাপক। এখন আপনারা শুনছেন লিউ মিং ইউয়ানের বাজানো 'সুন্দর মেয়ে' নামের একটি সুর।

লিউ মিং ইউয়ান

লিউ মিং ইউয়ান ১৯৩১ সালের ২৮ মে চীনের থিয়ানচিনে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন চিকিত্সক। তবে হুছিন বাজাতে পারদর্শী। লিউ মিং ইউয়ান ছয় বছর বয়সে বাবার নির্দেশনায় পানহু (板胡) এবং চিংহু (京胡) শেখেন। ১১ বছর বয়সে তিনি চমত্কার নৈপন্য দেখিয়ে থিয়ানচিনের বেশ কিছু স্থানীয় সঙ্গীত সংস্থায় যোগ দেন। এর পাশাপাশি তিনি অব্যাহতভাবে চিংহু, পিং অপেরা, হোপেই পাং চি (河北梆子), কুয়াংতোং সঙ্গীত ইত্যাদি শেখেন।

১৯৫১ সালে তিনি থিয়ানচিনের পিং অপেরা দলে যোগ দেন। ১৯৫২ সালে তিনি পেইচিং চলচ্চিত্র সঙ্গীত দলের জাতিগত বাদ্যযন্ত্র দলের প্রধান বাদক হন। ১৯৫৭ সালে ষষ্ঠ বিশ্ব যুব প্রীতি সম্মেলনে লিউ মিং ইউয়ানের চমত্কার বাজনা বিচারক ও দর্শকদের মন জয় করে 'লোকসংগীত বাদ্যযন্ত্র প্রতিযোগিতা'য় স্বর্ণপদক লাভ করে। বন্ধুরা, এবার শুনুন লিউ মিং ইউয়ানের বাজানো 'গভীর রাত' নামের সুরটি।

লিউ মিং ইউয়ান জাতিগত সঙ্গীতের ভূমিতে বড় হওয়া একজন বাদক। তিনি কখনো সমাজ, জনসাধারণ এবং অন্যান্য কলাশিল্প থেকে শিক্ষাগ্রহণ বন্ধ করেন নি। তিনি বিভিন্ন অঞ্চলে যন্ত্র সঙ্গীত পরিবেশনার সুযোগে গভীরভাবে লোকসংগীত ও স্থানীয় অপেরা থেকে নানা বিশেষ বিষয় জেনে নেন। যেমন তিনি হ্যনান প্রদেশে গিয়ে যন্ত্র সঙ্গীত পরিবেশনের সময়, স্থানীয় হ্যনান পাংচি অপেরা দলের অনুষ্ঠানে অংশ নেন এবং হ্যনানের লোকসংগীতের ভিত্তিতে 'হ্যনানের ক্ষুদ্র সুর' সৃষ্টি করেন। বন্ধুরা, শুনুন লিউ মিং ইউয়ানের বাজানো 'হ্যনানের ক্ষুদ্র সুর'।

একবার বিদেশ সফরকালে লিউ মিং ইউয়ান মঙ্গোলীয় শিল্পীর বাজানো ঘোড়ার মাথার আকৃতির বাদ্যযন্ত্র দিয়ে বাজানো সুর শুনেন এবং অনুপ্রাণিত হন। এরপর তিনি মনোযোগ দিয়ে ঘোড়ার মাথা আকৃতির বাদ্যযন্ত্র বাজানোর কৌশল নিয়ে গবেষণা করেন। ইনারমঙ্গোলীয় সঙ্গীতের ভিত্তিতে চোংহুর একক সুর 'তৃণভূমিতে' সৃষ্টি করেন। এ সুরে প্রাণবন্তভাবে বিস্তীর্ণ তৃণভূমির দৃশ্য বর্ণনা করা হয়েছে। এই সুরের মাধ্যমে তিনি চীনের নদ-নদী ও পাহাড়ের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন। এ সুরের কারণে চোংহু  প্রথমবারের মত মঞ্চে এককভাবে বাজানো বাদ্যযন্ত্রে পরিণত হয়েছে। বন্ধুরা, এবার শুনুন লিউ মিং ইউয়ানের বাজানো সুর 'তৃণভূমিতে'।

হুছিন বাজানোর কৌশল এবং সঙ্গীতের ওপর নিখুঁত দক্ষতাই লিউ মিং ইউয়ানের বাদ্যযন্ত্র বাজানোর বিশেষ আকষর্ণীয় দিক। তার বাজানো শান্ত সুরগুলো ক্ষুদ্র নদীর স্রোতের মতো। আর প্রবল সুরগুলো যেন বড় নদীর প্রচন্ড ঢেউয়ের মতো। তার বাজানো সুর শুনে দর্শক বা শ্রোতারা মুগ্ধ হয়ে আত্মহারা হয়ে যান। বন্ধুরা, এবার শুনুন লিউ মিং ইউয়ানের বাজানো শেনশি প্রদেশের সুর 'ছিন ছাং পাই জি'।

লিউ মিং ইউয়ান কয়েক দশক বাদ্যযন্ত্র বাজিয়ে নিরন্তরভাবে অগ্রগতি লাভ করেন। তিনি সবসময় অন্য কলাশিল্প থেকে শিক্ষাগ্রহণ করেন এবং হুছিন বাজানোর জন্য নতুনভাবে প্রচেষ্টা চালান। শ্রোতারা তাকে 'হুছিনের সেনাপতি' বলে মনে করে। কারণ তিনি ইচ্ছা করলেই হুছিন দিয়ে সব ধরণের আওয়াজ অনুকরণ করতে পারেন। তিনি হুছিন বাজানোর সময় কোনো হচ্ছে বলে কষ্ট মনে হয় না। কোমল ভঙ্গিতে তিনি এ যন্ত্র বাজিয়ে যান। যেন হুছিন ও তার হাত একাকার হয়ে যায়। তিনি বেশ কিছু চমত্কার জাতিগত সুর সৃষ্টি করেছেন। সে সুরগুলো আজও ভীষণ জনপ্রিয়।

লিউ মিং ইউয়ান কেবল একজন হুছিন বাদক এবং সুরকারই নন, তিনি একজন সম্মানজনক শিক্ষাবিদও বটে। তিনি তন্ত্রী বাদ্যযন্ত্র সংস্কার ও শিক্ষাখাতে লক্ষণীয় অবদান রেখেছেন। তিনি সাফল্যের সঙ্গে উচ্চস্বর ও মধ্যস্বরের পানহু সৃষ্টি করেছেন। পানহুকে চীনের প্রাচীন বাদ্যযন্ত্র থেকে বর্তমান চীনের সঙ্গীত ও বিদেশী সঙ্গীত বাজাতে সক্ষম একক বাদ্যযন্ত্রে রূপান্তর করেছেন। তার সৃষ্টি অনেক সুর এখন চীনের নানা উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে শোনা যায়। যেমন 'সুখি বর্ষ' নামে সুরটি। প্রিয় শ্রোতা, এখন তাহলে শুনুন এই 'সুখি বর্ষ' সুরটি।

বন্ধুরা, এ পর্বের সুরের ধারায় আসরে আপনাদের চীনের বিখ্যাত হুছিন বাদক লিউ মিং ইউয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কয়েকটি সুর শুনালাম। নিশ্চয় সুরগুলো আপনাদের ভালো লেগেছে। এ অনুষ্ঠান শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। কল্যাণে থাকুন সবাই। আবার কথা হবে। (ইয়ু/মান্না)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040