চীনের তাইওয়ানের লেখক ইয়াং চাও মেয়েকে লালনপালনের নীতি নিয়ে বলেন, প্রথমেই খারাপ পরিবেশ থেকে মেয়েকে রক্ষা করতে হবে। ইয়াং চাওয়ের মাও মনে করেন, সবসময় শিশুদেরকে খারাপ পরিবেশ থেকে দূরে রাখতে হবে। এটা করতে না পারলে ভবিষ্যতে অনেক ঝামেলা হবে, ফলে নিজের ক্ষতি করা ছাড়াও, আশেপাশের মানুষও ক্ষতিগ্রস্ত হবে।
তিনি মেয়েকে বলেন, তোমাকে খারাপ পরিবেশ থেকে দূরে রাখা হলো তোমার বাবা হিসেবে আমার প্রথম দায়িত্ব। তোমার প্রতি আমার দায়িত্ব পালন করতে হবে এবং ভবিষ্যতে তোমার সঙ্গে যারা মেলামেশা করবেন তাদের দায়িত্বও আমাকে নিতে হবে।
চীনে একটা কথা আছে। সন্তান লালনপালনের উদ্দেশ্য হলো বৃদ্ধ বয়সে দেখাশোনা করা।
ইয়াং চাও এই কথাকে ব্যাখ্যা করে বলেন, শিশু আমাদের তরুণ সময়ের স্বপ্ন বহন করতে পারে। যখন আমরা বৃদ্ধ হবো, যখন আমরা নিজেদের তরুণ সময়ের স্বপ্ন ও প্রতিশ্রুতি ভুলে যাবো, তখন আমাদের শিশু আমাদের মনে করিয়ে দিতে পারবে যে, কোনটা আপনাদের জন্য সঠিক, কোনটা সঠিক নয়।
যখন আমরা এই সমাজের প্রলোভনে আকৃষ্ট হবো এবং অন্যায় পথে চলার জন্য প্রস্তুত হবো, তখন আমাদের শিশুরা সময়মতো আমাদের স্মরণ করিয়ে দেবে যে, না, এটা ঠিক নয়, আপনি এটা করবেন না।
'আলোছায়া' পরিবেশনায় লিলি লাবণ্য ও এনামুল হক টুটুল।