অবশ্য যারা ১৯৭০ বা ১৯৮০ সালের পর জন্মগ্রহণ করেছেন তারা বাবা মা হওয়ার পর থেকে এই অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে।
কখনও কখনও কোনো কোনো বাবা মা তাদের সন্তানকে 'সিয়োং হাই চি' বলে ডাকেন। চীনা ভাষায় সিয়োং মানে ভল্লুক, সিয়োং হাই চিন মানে খুব দুষ্টু ও বিরক্তিকর শিশু।
আসলে সন্তানকে 'সিয়োং হাই চি' বলে ডাকার আগে বাবা মাকে নিজেদের আত্মজিজ্ঞাসা করা উচিত। বাবা মাকে ভাবা উচিত তারা নিজেরাই 'বিরক্তিকর মাতাপিতা' বা 'মনস্টার মাতাপিতা' কি না?
আসলে 'মন্সটার' শব্দটি নিয়ে কানাডার ওই ভিডিও'র সেই মেয়টির নিজস্ব ধারণা আছে।
সে মনে করে, যদি আমরা সবাই একটি খারাপ বিশ্বে বাস করি, তাহলে অবশেষে সবাই আমরা মন্সটারে পরিণত হবো। যদি এই বিশ্বে ভালো মানুষের সংখ্যা কম হয়, তাহলে সেই মন্সটার অবশ্যই এসব ভালো মানুষকে খেয়ে ফেলবে। অবশেষে এই বিশ্বে আর কোনো ভালো মানুষ থাকবেনা।
এ বিষয়ে সেই মেয়েটির মূল কথা হলো- আমাদের প্রত্যেকেরই একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করা উচিত। আর এভাবে আমাদের এ বিশ্ব আরো ভালো হতে পারে।