'মন্সটার মাতাপিতা' এই শব্দ প্রথমে জাপানে উদ্ভূত হয়। আসলে এই শব্দ দিয়ে এমন ধরনের মাতাপিতাদের বর্ণনা করা যায়, যারা নিজের সন্তানের অতিরিক্ত যত্ন নেন এবং এর জন্য স্কুল ও শিক্ষকদের কাছে নানা ধরনের অযৌক্তিক দাবি করেন।
প্রায় একই অর্থের শব্দ যুক্তরাষ্ট্রেও আছে। তা হলো 'হেলিকপ্টার মাতাপিতা'। যারা সব সময় সন্তানদের মাথার ওপর বেঁকে বসেন এবং তাদের প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করার আশা পোষণ করেন, তারাই 'হেলিকপ্টার মাতাপিতা'।
চীনের হংকংয়ের প্রবীণ মিডিয়া ব্যক্তিত্ব ছু ইন ইয়েন প্রকাশ্যে স্বীকার করেন, সন্তান জন্ম দেওয়ার পর তিনি ওই সন্তানকে সবসময়ই যত্ন নেন। এভাবে তিনি দিন দিন 'মন্সটার মাতাপিতায়' পরিণত হন। তার চোখে 'মন্সটার মাতাপিতা'র সকল আচার-আচরণের উত্স হলো অতিরিক্ত আদর বা সোহাগ করা।
আসলে সবাই অন্যদের যত্ন ও ভালো আচরণ পছন্দ করেন। তবে সবাই হয়তো অতিরিক্ত যত্নের ফলাফলকে মাঝেমাঝে অপছন্দ করেন।
'মন্সটার মাতাপিতা'র যত্নে সন্তানরা হয়তো পিয়ানো বাজাতে পারে, ছবি আঁকাতে পারে, গেম খেলতে পারে, হয়তো বেশ কয়েকটি বিদেশি ভাষাও আয়ত্ত করতে পারে। হয়তো এসব কাজের জন্য সারা ঘরে নানা ধরের প্রশংসাপত্র আছে।