Web bengali.cri.cn   
টেকসই উন্নয়নের জন্য কল্যাণধর্মী অংশীদারিত্ব
  2015-11-16 18:06:58  cri

সভাপতি মহোদয় ও সম্মানিত সদস্যগণ:

সংস্কার ও উন্মুক্তকরণ নীতি গ্রহণের পর বিগত ত্রিশ বছরের বেশি সময় ধরে চীন নিজস্ব বাস্তবতার আলোকে নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণ উন্নয়নের পথ ধরে চলেছে। এ সময়ে চীন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছে; ৪৩.৯ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করেছে; শিক্ষা, স্বাস্থ্য ও নারী উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে লক্ষণীয় সাফল্য অর্জন করেছে। চীনের উন্নয়ন কেবল ১৩০ কোটি চীনা জনগণের কল্যাণ করেছে তা নয়, বরং বৈশ্বিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রেখেছে।

বিগত ৬০ বছর ধরে চীন সক্রিয়ভাবে আন্তর্জাতিক সহযোগিতায় ভূমিকা রেখেছে, মোট ১৬৬টি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে প্রায় ৪০০০০ কোটি ইউয়ান রেনমিনপি সহায়তা দিয়েছে, এবং বিভিন্ন দেশে ৬ লাখেরও বেশি সহায়তাকর্মী পাঠিয়েছে। এসব কর্মীর মধ্যে ৭০০ জনেরও বেশি অন্য দেশের উন্নয়নের জন্য নিজের মূল্যবান প্রাণ উত্সর্গ করেছেন।

ভবিষ্যতের দিকে তাকিয়ে, চীন ন্যায়বিচার ও নিজস্ব স্বার্থের মধ্যে একটি নৈতিক ভারসাম্য বজায় রেখে যাবে। এক্ষেত্রে ন্যায়বিচার সবসময়ই নিজস্ব স্বার্থের ওপর প্রাধান্য পাবে। ২০১৫-পরবর্তী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে অন্যান্য দেশের সাথে আমরা আমাদের নিজস্ব প্রচেষ্টাকে সমন্বিত করবো। এ পর্যায়ে এসে আমি ঘোষণা করছি:

---চীন 'দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা সহায়তা তহবিল' প্রতিষ্ঠা করবে। প্রথম কিস্তিতে এ তহবিলে চীন ২০০ কোটি মার্কিন ডলার দেবে। এ তহবিলের উদ্দেশ্য হবে উন্নয়নশীল দেশগুলোকে ২০১৫-পরবর্তী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিজ নিজ দায়িত্ব পালনে সহায়তা করা।

---চীন অব্যাহতভাবে স্বল্পোন্নত দেশগুলোতে বিনিয়োগের পরিমাণ বাড়াবে। এক্ষেত্রে চীনের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিনিয়োগ ১২০০ কোটি মার্কিন ডলারে পৌঁছানো।

---স্বল্পোন্নত দেশ, ভূমিবেষ্টিত উন্নয়নশীল দেশ, এবং উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর সেসব সরকারি ঋণ যা পরিশোধের মেয়াদ ২০১৫ সালে উত্তীর্ণ হবে, চীন তা মওকুফ করবে।

---চীন আন্তর্জাতিক উন্নয়ন জ্ঞান কেন্দ্র প্রতিষ্ঠা করবে। এ কেন্দ্রের লক্ষ্য হবে বিভিন্ন দেশের জাতীয় চাহিদা ও বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ উন্নয়ন-পন্থাগুলো নিয়ে গবেষণা করা ও পারস্পরিক বিনিময় উত্সাহিত করা।

---চীন বৈশ্বিক জ্বালানি ইন্টারনেট প্রতিষ্ঠার প্রস্তাব করবে। এর মাধ্যমে দুষণমুক্ত ও সবুজ বিকল্পের মাধ্যমে বৈশ্বিক জ্বালানি চাহিদা পূরণকে উত্সাহিত করা হবে।

চীন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে অব্যাহতভাবে 'এক অঞ্চল, এক পথ' নির্মাণকাজ সামনে এগিয়ে নিয়ে যাবে, এশিয়ার অবকাঠামো বিনিয়োগ ব্যাংক ও ব্রিকস দেশসমুহের নতুন উন্নয়ন ব্যাংক যথাশিগগিরি সম্ভব চালু করবে, উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনগণের জীবিকা উন্নয়নে অবদান রেখে যাবে।

সভাপতি মহোদয় ও সম্মানিত সদস্যগণ:

চীন প্রতিশ্রুতি দিচ্ছে, ২০১৫-পরবর্তী উন্নয়ন কর্মসূচি কার্যকর করাকে নিজের কর্তব্য মেনে নিয়ে, সংহতি ও সমন্বয়ের ভিত্তিতে বৈশ্বিক উন্নয়নের জন্য অব্যাহতভাবে কাজ করে যাবে।

সবাইকে ধন্যবাদ।

(২৬ সেপ্টেম্বর, নিউইয়র্ক, সিনহুয়া বার্তা সংস্থা)


1 2 3 4
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040