Web bengali.cri.cn   
দেশে অর্থনীতির কাঠামোগত সংস্কারকাজ এগিয়ে নিতে হবে: চীনের প্রেসিডেন্ট
  2015-11-10 19:45:07  cri

নভেম্বর ১০: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, দেশের অর্থনীতির কাঠামোগত সংস্কারকাজ সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এটি সিপিসি'র স্থায়ী কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা বাস্তবায়নের গুরুত্বপূর্ণ দিক। আজ (মঙ্গলবার) সকালে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির অর্থ নেতৃত্ব গ্রুপের একাদশ অধিবেশনে প্রেসিডেন্ট সি এসব কথা বলেন।

তিনি জোর দিয়ে বলেন, উদ্ভাবন, সমন্বয়, সবুজ অর্থনীতি, উন্মুক্ততা ও ভোগের ভিত্তিতে উন্নয়নের ধারণা বাস্তবায়ন করতে হবে, অর্থনৈতিক উন্নয়নের নতুন স্বাভাবিক অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে, স্থিতিশীল অগ্রগতির জন্য সংস্কার ও উন্মুক্তকরণ নীতি অনুসরণ করে যেতে হবে এবং অর্থনীতির টেকসই প্রবৃদ্ধির জন্য নতুন চালিকাশক্তির সন্ধান করতে হবে।

শহরায়ণ সম্পর্কে সি চিন পিং বলেন, শহর উন্নয়নের কার্যকর নীতি উপলব্ধি করে তা বাস্তবায়ন করতে হবে, কৃষকদের কাছে শহরের সুযোগ-সুবিধা দ্রুত পৌঁছে দিতে হবে, শহরগুলোর অবকাঠামো নির্মাণকাজ জোরদার করতে হবে, শহরের নিরাপত্তা-ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে এবং শহরাঞ্চলে দুর্যোগ মোকাবিলায় পেশাগত ত্রাণদল গঠন করতে হবে।

অধিবেশনে জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন, অর্থ মন্ত্রণালয়, পিপলস ব্যাংকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার অর্থনীতির কাঠামোগত সংস্কারসম্পর্কিত রিপোর্ট পাঠ করা হয়। অধিবেশনে শহরের পরিকল্পিত নির্মাণকাজ জোরদার করা সংক্রান্ত রিপোর্টও তুলে ধরা হয়।

অধিবেশনে অন্যান্যের মধ্যে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং, কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সম্পাদক লিউ ইয়ুন শান, উপ-প্রধানমন্ত্রী চাং কাও লি উপস্থিত ছিলেন। (ইয়ু/আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040