Web bengali.cri.cn   
চীন সবসময় প্রতিবেশী দেশগুলোকে কূটনৈতিক কাঠামোর প্রধান স্থানে রাখে: সি চিন পিং
  2015-11-07 17:12:29  cri

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

নভেম্বর ৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শনিবার) সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটিতে বক্তৃতা দেওয়ার সময় জোর দিয়ে বলেন, চীন সবসময় প্রতিবেশী দেশগুলোকে গোটা কূটনৈতিক কাঠামোর প্রধান স্থানে রাখে এবং প্রতিবেশী দেশগুলোর শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন অগ্রসর করাকে নিজের দায়িত্ব মনে করে।

তিনি বলেন, বিশ্বব্যাপী শাসন ব্যবস্থা আরো ন্যায়সঙ্গত ও সঠিক দিকে যাওয়া, আন্তর্জাতিক সম্পর্কগণতান্ত্রিক হওয়া, সহযোগিতামূলক ও 'উইন-উইন'কেন্দ্রীয় নতুন ধরণের আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা, মানবজাতির স্বপ্নের সমাজ গড়ে তোলাসহ এ সব দায়িত্ব ত্বরান্বিত করতে চাইলে প্রথমে প্রতিবেশী দেশগুলো থেকেই শুরু করতে হয়।

তিনি বলেন, চীন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুব্যবহার করাসহ অংশীদার হওয়ার নীতি অনুসরণ করবে এবং প্রতিবেশী দেশগুলোর প্রতি সম্প্রীতিমূলক, নিরাপদ ও সমৃদ্ধ কূটনৈতিক নীতি অনুসরণ করবে।

তিনি আরো বলেন, চীন আন্তরিক, সরল, সুবিধাজনক ও সহিষ্ণু কূটনৈতিকধারণা অনুশীলন করবে এবং অভিন্ন, সার্বিক, সহযোগিতামূলক ও টেকসই এশীয় নিরাপত্তা নীতি মেনে নিবে। চীনআসিয়ানের সঙ্গে আরো ঘনিষ্ঠস্বপ্নের সমাজপ্রতিষ্ঠা করার চেষ্টা চালাবে এবং এশিয়ার স্বপ্নের সমাজ প্রতিষ্ঠা করবে বলে উল্লেখ করেন সি চিন পিং।(ইয়ু/টুটুল)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040