Web bengali.cri.cn   
চীনের ওপর জাপানের আগ্রাসন সম্পর্কিত অস্কার বিজয়ী প্রামাণ্যচিত্র 'কুকান'
  2015-09-10 18:48:18  cri

সংবাদদাতাদের কাছে দেওয়া এক সাক্ষাতকারে রবিন লুং বলেন, 'কুকান' এই প্রামাণ্যচিত্র আবার খুঁজে পাওয়া সত্যিই একটি সহজ ব্যাপার ছিলো না। কারণ 'একাডেমি অব মোশন পিকচার আটর্স অ্যান্ড সাইন্সেস-এর নথিপত্রে 'কুকান' প্রামাণ্যচিত্রটিকে 'লুপ্ত প্রামাণ্যচিত্র' বলে গণ্য করা হয়।

তিনি বলেন, '২০০৮ সালে যখন আমি ইন্টারনেটে 'কুকান' প্রামাণ্যচিত্রের সংশ্লিষ্ট তথ্য খুঁজে বের করার চেষ্টা করি তখন ইন্টারনেটে কিছুই পাই নি। মাত্র অস্কার কর্তৃপক্ষের ওয়েবসাইটে এ প্রামাণ্যচিত্র সম্পর্কে কিছু বর্ণনা আছে। বর্ণনার কথা এমন, মার্কিন সাংবাদিক রেই স্কট ১৬ মিমি ফিল্মের মাধ্যমে তখনকার চীনে সংঘটিত যুদ্ধের অবস্থা শুটিং করার জন্য অস্কার পুরস্কার পান। তবে এ প্রামাণ্যচিত্র সম্পর্কে কোনো আর্কাইভ নেই'।

মার্কিন সাংবাদিক রেই স্কট ১৯৩৭ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত চীনের শাংহাই, নানচিং, কুয়াংচৌ, ছোংছিং, ছেংতুসহ বেশ কয়েকটি জায়গায় ঘুরে বেড়ান। এই চার বছরে ১৫ হাজারেরও বেশি কিলোমিটার পথ অতিক্রম করে যুদ্ধে ক্ষতিগ্রস্ত চীনের বিভিন্ন শহর শুটিং করেন তিনি।

রবিন লুং অনেক প্রচেষ্টার পর রেই স্কটের সন্তানের হাত থেকে ৯০ মিনিটের 'কুকান' প্রামাণ্যচিত্রের কপির সংস্করণ পান। এরপর অস্কারের 'একাডেমি অব মোশন পিকচার আটর্স অ্যান্ড সাইন্সেসে' তিন বছর ধরে মেরামতের মাধ্যমে অবশেষে ৮৫ মিনিটের পূর্ণাঙ্গ প্রামাণ্যচিত্র 'কুকান' পুনরায় জনসমক্ষে প্রদর্শন করেন।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040