Web bengali.cri.cn   
চীনের ওপর জাপানের আগ্রাসন সম্পর্কিত অস্কার বিজয়ী প্রামাণ্যচিত্র 'কুকান'
  2015-09-10 18:48:18  cri



চীনের ওপর জাপানের আগ্রাসন সম্পর্কিত 'কুকান' প্রামাণ্যচিত্রটি সম্প্রতি চীনা দর্শকদের কাছে প্রদর্শিত হয়।

চীনা জনগণের জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধ বিষয়ক গবেষণালয়ের পরিচালক চৌ ইয়োং প্রথম চীনা নাগরিক হিসেবে এ প্রামাণ্যচিত্রটি দেখেন।

তিনি বলেন, যখন তিনি প্রথমবারের মতো এ প্রামাণ্যচিত্র দেখেন, তখন এটি তাকে ভীষণভাবে নাড়া দেয়, যা ছিলো তার প্রত্যাশারও বাইরে।

তিনি বলেন, 'যখন আমি প্রথমবারের মতো এ প্রামাণ্যচিত্র দেখি, তখন আমার সবচেয়ে বড় অনুভূতি ছিলো ভীষণ আশ্চর্য রকমের। প্রামাণ্যচিত্রে দৃশ্য-বিন্যাস মৃত্যুসম্বন্ধীয়। সত্যিই আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে'।

মি. চৌ ইয়োং ৩০ বছর ধরে চীনা জনগণের জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধ সম্পর্কিত বিষয় নিয়ে গবেষণা করে আসছেন। এক আকস্মিক সুযোগে তিনি 'কুকান' প্রামাণ্যচিত্রের সন্ধান পান।

তিনি বলেন, '২০১৪ সালের ৫ জুলাই আমার শিক্ষক লি তান খো আমাকে একটা ইমেইল পাঠান। ইমেইলে তিনি আমাকে জানান, তিনি যুক্তরাষ্ট্রের উদ্যোগে নির্মিত 'কুকান' নামে একটি প্রামাণ্যচিত্রের সন্ধান পেয়েছেন। এতে চীনের ছোং ছিং কেন্দ্রশাসিত শহর বিশেষ করে ছোং ছিং শহরের ওপর বোমাবর্ষণ সম্পর্কিত বিভিন্ন বিষয় শুটিং করা হয়েছে। তবে এমন একটি প্রামাণ্যচিত্র সম্পর্কে অনেকেই জানেন না এবং এই প্রামাণ্যচিত্র চীনে কখনওই প্রদর্শিত হয়নি। এই প্রামাণ্যচিত্র মূল্যায়ন করার জন্য একজন ব্যক্তি খুব দরকার। তাই ৬ জুলাই রবিন লুং নামের এক ব্যক্তি আমাকে ২৭ মিনিটের একটি ভিডিও পাঠান।'

চৌ ইয়োংয়ের মুখে উল্লেখিত রবিন লুং আসলে চীনা বংশোদ্ভূত একজন মার্কিন। তার সাহায্যে ৭০ বছর পর 'কুকান' প্রামাণ্যচিত্রটি পুনরায় জনসমক্ষে প্রদর্শিত হয়।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040