Web bengali.cri.cn   
ইয়ান আনের গান
  2015-08-17 20:03:21  cri

নান নি ওয়ান

নান নি ওয়ান হচ্ছে ইয়ান আন মর্মের উত্স স্থান। ১৯৪১ সালের ১২ মার্চ মুক্ত অঞ্চলের সম্মুখীন জাপানী বাহিনীর অভিযান, কুওমিনতাং পার্টির অবরোধ এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্টি হওয়া নানা কঠিন অবস্থা মোকাবিলায় চীনের কমিউনিস্ট পার্টির আহ্বানে ব্রিগেডিয়ার ওয়াং চেন ৩৫৯ ব্রিগেডের নেতৃত্ব দিয়ে নান নি ওয়ানের পতিত জমি চাষ করেন। ১৯৪২ সালে নান নি ওয়ানের উত্পাদনে আত্মনির্ভরশীলতার হার ৬১.৫৫ শতাংশ। ১৯৪৩ সালে আত্মনির্ভরশীলতার হার ১০০ শতাংশে পৌঁছায়। ১৯৪৪ সালে ৩৫৯ ব্রিগেড মোট ২ লাখ ৬১ হাজার পতিত জমি চাষ করেছে। সৈন্যরা নিজের হাত ও ঘাম দিয়ে জনশূন্য নান নি ওয়ানকে 'ফসল ও গবাদি পশুতে' পরিপূর্ণ একটি নতুন জায়গায় পরিণত করেছে।

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে শুনুন 'নান নি ওয়ান' নামের গানটি। এ গানের কথা লিখেছেন হো চিং চি।  সুর করেছেন মা খে। গেয়েছেন গো লান ইং। এ গানের কথা এমন, 'নান নি ওয়ান, শেনশি প্রদেশের সুন্দর জায়গা। পুরো পাহাড়ে ফুল ফোঁটে। নান নি ওয়ানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, লড়াই করার পাশাপাশি উত্পাদন করাও সম্ভব। ৩৫৯ ব্রিগেড হচ্ছে আমাদের আদর্শ।"

বন্ধুরা, এতোক্ষণ আপনারা শুনলেন জাপানী আগ্রাসনবিরোধী যুদ্ধের সময় ইয়ান আন সম্পর্কিত কয়েক গান। আশা করছি, এ গানগুলো শোনার পাশাপাশি আপনাদের সে সময়ের ইতিহাসও কিছুটা জানাতে পেরেছি।

'সুরের ধারায়' আসর শোনার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আবার কথা হবে। (ইয়ু/মান্না)


1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040