জাতীয় বিপ্লবী বাহিনীর অষ্টাদশ গ্রুপ বাহিনীর সংক্ষিপ্ত নাম অষ্টম রুট বাহিনী। এ বাহিনী ছিলো চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে জাপানবিরোধী বাহিনী এবং চীনের গণমুক্তি ফৌজের পূর্ব বাহিনীর অন্যতম। ১৯৩৭ সালের ২২ আগস্ট জাতীয় সরকারের সামরিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে, সাবেক উত্তর-পশ্চিম প্রধান লাল ফৌজ, অর্থাত চীনের শিল্প ও কৃষি লাল ফৌজের প্রথম, দ্বিতীয় ও চতুর্থ বাহিনীকে অভিযোজন করে 'জাতীয় বিপ্লবী বাহিনীর অষ্টম বাহিনী' গঠন করা হয়েছে। চু দে এবং ফাং দে হুই ছিলেন এ বাহিনীর প্রধান সেনাপতি ও উপ-প্রধান সেনাপতি।
১৯৩৯ সালের শরত্কালে 'অষ্টম রুট বাহিনীর কোরাস' নামে একটি কোরাস গান রচিত হয়। এ গানের কথা লিখেছেন কোং মু এবং সুর করেছেন চাং লিউ ছেং। ওই বছর শীতকালে ইয়ান আন কেন্দ্রীয় মিলনায়তনে প্রথমবারের মতো এ গান পরিবেশিত হয়েছে। ১৯৪১ সালের আগস্টে এ গানটি ইয়ান আন ৪ মে যুব পুরস্কার কমিটির নির্বাচিত সংগীতের প্রথম শ্রেণীর পুরস্কার পায়। গানে চীনের শিল্প ও কৃষি এবং লাল ফৌজের আড়াই হাজার মাইল লং মার্চ অতিক্রম করার পর জাতির বিপদজনক কঠিন অবস্থার সম্মুখীন হওয়ার মূহুর্তে অষ্টম রুট বাহিনী গঠন করে সমগ্র জাতির মুক্তিযুদ্ধে অংশ নেয়ার বীরত্বের কাহিনী প্রতিফলিত হয়েছে। এ গানটি সেনাবাহিনী ও জনসাধারণের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। জাপানবিরোধী বিভিন্ন ঘাঁটিতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে সে সময়। ওই সময় এ গান যেন সৈন্যবাহিনী ও জনগণের মধ্যে সংহতি তৈরি করে শত্রুদের পরাজিত করার আত্মিক শক্তিতে পরিণত হয়েছে।
এ গানের কথা এমন, "আড়াই হাজার মাইল লং মার্চ করে আমরা এক অপরিবর্তিত দিকে এগিয়ে যাই। দশ বছর পরিশ্রম করার পর আমাদের বাহিনী এক অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে। কয়েকটি বড় যুদ্ধে জয়লাভের পর আমাদের সুনাম ছড়িয়ে পরেছে।"
জাতীয় বিপ্লবী বাহিনীর স্থল বাহিনী হলো নতুন চতুর্থ বাহিনী। এর সংক্ষিপ্ত নাম 'নতুন চতুর্থ বাহিনী'। এ বাহিনীটি চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে জাপানবিরোধী বাহিনী এবং চীনের গণ মুক্তি ফৌজের পূর্ব বাহিনীর অন্যতম। আট বছর জাপানবিরোধী যুদ্ধে নতুন 'চতুর্থ বাহিনী' জাপানী আগ্রাসী বাহিনীর সঙ্গে ২২ হাজার বার লড়াই করেছে। এ বাহিনীর সৈন্যের সংখ্যা প্রথম দিকে ১০ হাজার ছিলো। পরে তা ২ লাখ ১৫ হাজারে উন্নীত হয়।
এবার শুনুন 'নতুন চতুর্থ বাহিনীর গান'। এই গানের কথা এমন, "উ ছাং শহরে রক্তে রঞ্জিত আমাদের নাম। লো সিয়াও পাহাড়ে আমাদের বাহিনী শহীদদের কৃতি চালিয়ে যাচ্ছে। সমাজের সুখ ও জাতির অস্তিত্বের জন্য আমরা সংগ্রাম করতে থাকি। আটটি প্রদেশের লোক একসাথে জাপানবিরোধী স্রোতে যোগ দেন। পূর্ব দিকে এগিয়ে যায়, আমরা হচ্ছি লোহার মতো নতুন চতুর্থ বাহিনী।"