Web bengali.cri.cn   
ইয়ান আনের গান
  2015-08-17 20:03:21  cri

প্রিয় বন্ধুরা, ১৯৩৭ সালের জানুয়ারি মাসে 'চীনা গণ জাপানবিরোধী প্রতিরোধ লাল ফৌজ বিশ্ববিদ্যালয়'-এর নাম পরিবর্তন করে রাখা হয় 'চীনা গণ জাপানবিরোধী প্রতিরোধ সামরিক ও রাজনৈতিক বিশ্ববিদ্যালয়'। এর সংক্ষিপ্ত নাম ছিলো 'খাং দা' অর্থাত 'প্রতিরোধ বিশ্ববিদ্যালয়'। এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর লাল ফৌজের অফিসার ও সৈন্য ছাড়াও অনেক দেশপ্রেমিক ব্যক্তিদের আকর্ষণ করেছে এ প্রতিষ্ঠান। তারা আরামদায়ক পারিবারিক জীবন ত্যাগ করে বিভিন্ন অঞ্চল বা বিদেশ থেকে এসে পাওথা পাহাড়ের  নিচে এসে মিলিত হয়েছেন। জাপানবিরোধ আন্দোলন এবং দেশ রক্ষার সত্য অন্বেষণ করেছেন এবং জাতির উদ্ধারের তত্ত্ব খুঁজেছেন এখানে। তাদের মধ্যে অনেক বিখ্যাত ব্যক্তি ছিলেন। এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯ বছরে মোট ১ লাখেরও বেশি সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হয়।

এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিশ্রম করে লেখাপড়া করা এবং জাপানের আগ্রাসন প্রতিরোধ করে দেশকে উদ্ধার করার দায়িত্ব পালন করার কাজে উত্সাহিত করার জন্য ১৯৩৭ সালের নভেম্বরে মাও ছে তোং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের প্রধান খাই ফাংকে  একটি নতুন গান লেখার নির্দেশ দেন।

জাপানবিরোধী সামরিক ও রাজনৈতিক বিশ্ববিদ্যালয়

এই বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য প্রচারের জন্য ১৯৮৯ সালের ৯ জানুয়ারি এ বিশ্ববিদ্যালয়ের উত্তরাধিকারী প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রথম পার্টি প্রতিনিধি সম্মেলনে আনুষ্ঠানিকভাবে 'জাপানবিরোধী সংক্রান্ত সামরিক ও রাজনৈতিক বিশ্ববিদ্যালয়ের প্রধান গান' নামে একটি গান পরিবেশন করা হয়। এরপর প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জনসমাবেশে, নতুন সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে বা স্নাতক অনুষ্ঠানে শিক্ষার্থীরা সবসময় 'জাপানবিরোধী সামরিক ও রাজনৈতিক বিশ্ববিদ্যালয়ের প্রধান গান' শোনা যেতো। এ গান বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্রছাত্রীদের দেশপ্রেমে অনুপ্রাণিত করতো, উত্সাহ দিতো।

বন্ধুরা, এবার তাহলে 'জাপানবিরোধী সামরিক ও রাজনৈতিক বিশ্ববিদ্যালয়ের গান' শিরোনামের গানটি শুনুন। এ গানে বলা হয়েছে, "হুয়াং হো নদীর তীরে চীনা জাতির কৃতী বংশলতা আছে। মানবজাতির মুক্তি, দেশ উদ্ধারের দায়িত্ব সবই আমরা বহন করবো। সহপাঠীরা, পরিশ্রম করে লেখাপড়া করো। সক্রিয়ভাবে কাজ করো। পরিশ্রম ও সাহস হচ্ছে আমাদের ঐতিহ্য। হোয়াং হো নদীর পানির মতো বড় ঢেউ দিয়ে জাপানী আগ্রাসনকে দেশের বাইরে বহিষ্কার করবো। আমরা হচ্ছি জাপানবিরোধী অগ্রণী সেনার দল। নতুন সমাজের দিকে এগিয়ে যাবো আমরা।"

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040