0309jingji.mp3
|
শিল্পের ৪.০ যুগ এসেছে। এ নতুন যুগে 'মেইড ইন চায়না' কীভাবে উন্নয়নের অবকাশ খুঁজবে? এটা হচ্ছে চলতি বছরের গণকংগ্রেসের দুটি অধিবেশন চলাকালে বহু শিল্পপতিদের প্রধান আলোচ্য বিষয়। চীনের জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি, টিসিএল গ্রুপের বোর্ড চেয়ারম্যান লি তোং শেং সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেছেন, পরিবেশ যে ভাবে পরিবর্তন হোক না কেন, প্রযুক্তিগত উদ্ভাবনের সামর্থ্য হচ্ছে 'মেইড ইন চায়না' উন্নয়নের অপরিহার্য গুরুত্বপূর্ণ দিক।
লি তোং শেং বলেন, 'আমি লক্ষ্য করেছি, অনেক সাংবাদিক আইফোন দিয়ে ছবি তোলেন। আমি আশা করি, চীনের শিল্পের উন্নয়নের সাথে সাথে মানুষ আরো বেশি দেশীয় পণ্য ব্যবহার করবে। আমাদের পণ্য খারাপ না। গত বছর আমার গ্রুপের মোবাইল ফোনের বিক্রির পরিমাণ ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আপনারা হয়তো মনে করেন, বিক্রির পরিমাণ ভারত ও আফ্রিকায় বেড়েছে। কিন্তু তা নয়। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আইফোনের দেশ যুক্তরাষ্ট্রে। কেন সে দেশে আমাদের মোবাইল ফোন ভালো বিক্রি হয়েছে? কারণ এ পণ্যের মূল্য ও নৈপুণ্য আরো উন্নতি হয়েছে। আমার পণ্যের নকশা ও প্রযুক্তি ভোক্তাদের মৌলিক চাহিদা মেটাতে পেরেছে এবং আমাদের পণ্যের দাম আইফোনের চেয়ে সস্তা। যুক্তরাষ্ট্রের ভোক্তারা বাস্তবমুখী। কেবল পণ্যের প্রযুক্তিগত উন্নয়নের ওপর নির্ভর করে সংযোজিত মূল্য বৃদ্ধি হতে পারে। সবসময় নিম্ন পর্যায়ের পণ্য উত্পাদন করলে ভবিষ্যত নেই।'
কুয়াংতোং প্রদেশের বড় নির্মাণ শিল্পপ্রতিষ্ঠান মেইডি গ্রুপের ভাইস চেয়ারম্যান, জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি ইউয়ান লি ছুন এ বিষয়ে একমত।
তিনি বলেন, 'ঐতিহ্যগত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে যুগের উন্নয়নের ধারার সঙ্গে সংগতিপূর্ণ হতে হয় এবং সক্রিয়ভাবে মোবাইল ইন্টারনেটসহ নানা নতুন যন্ত্র, নতুন উপায় ও নতুন চিন্তাধারা কাজে লাগিয়ে বিদ্যমান ব্যবসা ও পরিচালনার পদ্ধতির সংস্কার করতে হবে। গত বছর মেইডি গ্রুপ সংশ্লিষ্ট পরিকল্পনা উত্থাপন করেছে'।
ইউয়ান লি ছুন বলেন, 'এবারের যুগের বিশাল পরিবর্তন সকলের ভাবনার বাইরে। এ পরিবর্তন অতীতের তুলনায় সম্পূর্ণ আলাদা। মেইডি সবসময় ইন্টারনেট ও মোবাইল ইন্টারনেটের আঘাতের ওপর নজর রাখে। আমাদের গোটা বিন্যাস আছে। যেমন গত বছর আমরা পরিকল্পনা করেছি, মেইডি প্রযুক্তি খাতে আরো বেশি বরাদ্দ করা হবে। বিশ্ব পর্যায়ের কেন্দ্রীয় গবেষণালয় ও স্বয়ংক্রিয়তাসম্পন্ন বিশেষ গ্রুপ প্রতিষ্ঠা করা হবে, যুগের পরিবর্তনে উপযুক্ত জিনিস উতপাদন করা হবো।'
শিল্পপ্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের ওপর নির্ভর করে পরিবর্তন ও উন্নয়নের প্রচেষ্টা চালাচ্ছে। শুধুমাত্র শিল্পপ্রতিষ্ঠান প্রচেষ্টা চালালে একক পরিবর্তন করা যায়। কিন্তু শিল্পের নতুন ধারায় 'মেইড ইন চায়না'র আসল পরিবর্তন আনা যাবে না। সুতরাং সরকারের উপযুক্ত উদ্ভাবনশীল পরিবেশ সৃষ্টি করা দরকার।
এবারের অধিবেশনে লি তোং শেং 'চীনের শিল্পের প্রতিদ্বন্দ্বিতার শক্তি জোরদার করা সংক্রান্ত প্রস্তাব' উত্থাপন করেন। তিনি আশা করেন, সরকার আরো কার্যকর নীতি ও ব্যবস্থা প্রণয়ন করবে এবং চীনের শিল্পের উন্নয়ন সমর্থন করবে। মেইডি গ্রুপের সদর দপ্তর অবস্থিত শহর ফোশানের পৌর কমিটির সম্পাদক, জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি লিউ ইয়ু লুন মনে করেন, সরকারের দায়িত্ব হচ্ছে শিল্পপ্রতিষ্ঠানকে উপযুক্ত উদ্ভাবনের পরিবেশ প্রদান করা।
তিনি বলেন, 'আমাদের সরকারের কী করতে হবে? তা হচ্ছে উদ্ভাবনের মাটি সৃষ্টি করা। এমন এক পরিবেশ অথাত এক প্লাটফর্ম প্রতিষ্ঠা করা দরকার, সেখানে বিভিন্ন পক্ষের সম্পদ একত্র হয়ে শিল্পপ্রতিষ্ঠান উদ্ভাবনের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। সংস্কারের মূল উদ্দেশ্য হচ্ছে শিল্পপ্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের অনুকূল পরিবেশ সৃষ্টি করা, সরকারের কার্যকারিতা উন্নত করা, কাজের প্রক্রিয়া সরল করা, যুগের ধারার সঙ্গে খাপ খাওয়া এবং শিল্পপতিদের উদ্ভাবনের সুযোগ দেয়া।'
এভাবে কাজ করলে 'মেইড ইন চায়না'র সুন্দর রূপান্তর সম্পন্ন হবে। (ইয়ু/মান্না)
| ||||