Web bengali.cri.cn   
দাভোসে চীনের অর্থনীতির সর্বশেষ গতিপ্রকৃতি ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং; আশ্বস্ত বিদেশিরা
  2015-01-26 14:02:40  cri


চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গত ২১ জানুয়ারি দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনীতি ফোরামের বার্ষিক সম্মেলনে দেওয়া ভাষণে তার দেশের অর্থনীতির সর্বশেষ অবস্থা ব্যাখ্যা করেন। তার এ ব্যাখ্যা দেশি-বিদেশি অর্থনীতিবিদ ও শিল্পপতিদের দৃষ্টি আকর্ষণ করে। সম্মেলনে উপস্থিত চীনের অর্থনীতিবিদরা মনে করেন, প্রধানমন্ত্রী যে ইতিবাচক সংকেত দিয়েছেন, তা চীনের অর্থনীতি নিয়ে বহু বিদেশির উদ্বেগ দূর করবে।

প্রায় ৩০ বছর ধরে চীনের অর্থনীতিতে টানা উচ্চ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে প্রবৃদ্ধির হার তুলনামূলকভাবে কমে যায়। বিষয়টি দেশি-বিদেশি অর্থনীতিবিদ ও স্টেইকহোল্ডারদের উদ্বিগ্ন করে তোলে স্বাভাবিকভাবেই। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বিশ্ব অর্থনীতি ফোরামে দেওয়া বক্তৃতায় বলেন, "চীনের অর্থনীতির অস্বাভাবিক পতন হবে না। কারণ, আর্থিক ঝুঁকি প্রতিরোধে সংশ্লিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে।' চীনের ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক লি থাও খুই মনে করেন, প্রধানমন্ত্রী লি'র বক্তব্য চীনের অর্থনীতি নিয়ে বিদেশিদের উদ্বেগ দূর করবে।

সম্মেলনে প্রধানমন্ত্রী লি বিস্তারিতভাবে চীনের অর্থনীতি সুবিন্যাস করার চলমান কৌশল নিয়ে আলোচনা করেন। পেইচিং বিশ্ববিদ্যালয়ের জাতীয় উন্নয়ন গবেষণালয়ের অধ্যাপক লি ঈ ফু এ সম্পর্কে বলেন, "গত ৩৬ বছর ধরে চীনের অর্থনীতিতে বার্ষিক প্রবৃদ্ধির হার ছিল ৯.৭ শতাংশ করে। আর বর্তমানে চীনে বছরে গড়ে ৭ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে, যা পূর্বের অর্জিত প্রবৃদ্ধির চেয়ে ২০ থেকে ৩০ শতাংশ কম। অবশ্য বিগত পাঁচ বছর ধরে আমরা দেখছি, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বেশ ধীরে ধীরে কমছে এবং সুবিন্যস্ত হচ্ছে।"

লি থাও খুই মনে করেন, এখন চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে মাঝামাঝি অবস্থা ধরে রাখা জরুরি। একদিকে প্রবৃদ্ধির হার সীমাহীনভাবে হ্রাস পেতে যেমন দেওয়া যাবে না, অন্যদিকে উচ্চ প্রবৃদ্ধির হার অর্জনের কৌশল খুঁজতে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। তিনি আরো বলেন, "প্রধানমন্ত্রী লি স্কি সম্পর্কিত এক উদাহরণ দিয়েছেন। কারণ, দাভোস হচ্ছে স্কি খেলার শ্রেষ্ঠ স্থান। স্কি খেলায় গতি প্রয়োজন, গতি কম হলে খেলোয়াড় মাটিতে পড়ে যাবেন। আবার এ খেলায় সাহস ও ভারসাম্য থাকাও জরুরি। এ তিনটা বিষয়, অর্থাত গতি, ভারসাম্য আর সাহস হচ্ছে চীনের অর্থনৈতিক সমস্যা সমাধান প্রক্রিয়ার তিনটি প্রধান উপাদান।"

বিগত ৩০ বছরেরও বেশি সময় ধরে চীনে দাপট ছিল শ্রমঘন শিল্পের। এখন শ্রমের দাম বাড়ায় শিল্পের ধরন-ধারণে পরিবর্তন আনা অনিবার্য হয়ে পড়েছে। লি ঈ ফু বলেন, "অতীতের শ্রমঘন শিল্প এবং প্রযুক্তি আমদানিনির্ভর শিল্পের ওপর নির্ভরশীলতা কমিয়ে আমাদের উচিত নিজস্ব উদ্ভাবনী ক্ষমতার ওপর বেশি নির্ভর করা। এর পাশাপাশি ব্যবস্থাপনা ও পরিবেশের পরিবর্তনও দরকার। সরকারি অনুমোদনের প্রক্রিয়া সহজতর করা, আর্থিক সহায়তা প্রদান, শিক্ষা খাতে আরো বেশি বিনিয়োগ করা, মৌলিক বৈজ্ঞানিক গবেষণা খাতে সরকারি সমর্থন বাড়ানো, ইত্যাদি এখন সময়ের দাবি।"

দাভোস সম্মেলনে প্রধানমন্ত্রী লি তাঁর ভাষণে 'দুই ইঞ্জিন' টার্মটি ব্যবহার করেছেন। লি থাও খুই মনে করেন, 'দুই ইঞ্জিন' হচ্ছে চীনের অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ার একটি বৈশিষ্ট্য। 'দুই ইঞ্জিন' ধারণা যথাযথ অনুশীলন অন্যান্য দেশের জন্যও উদাহরণ সৃষ্টি করবে বলে তিনি মনে করেন।

চীনের অর্থনীতির ভবিষ্যত নিয়ে অধ্যাপক লি ঈ ফু আশাবাদী। কারণ, একটি মধ্য আয়ের দেশ হিসেবে চীনের সামনে প্রযুক্তিগত উদ্ভাবন ও শিল্প উন্নত করার অবকাশ বিশাল। অবকাঠামো খাতে দেশটির উন্নয়নের সুযোগও অবারিত। দেশে পরিবেশ সুরক্ষা ও নগরায়ণ প্রক্রিয়ায় বিনিয়োগেরও অনেক সুযোগ আছে। তা ছাড়া, চীনে মোট আমানতের ৫০ শতাংশ হচ্ছে বেসরকারি। দেশটিতে ৪ ট্রিলিয়ন ইউয়ান সমমূল্যের বৈদেশিক মুদ্রার মজুদও আছে। লি ঈ ফু বলেন, "আমাদের অনেক সুযোগ আছে, অনেক সম্পদ আছে। এ অনুকূল পরিবেশ ভালোভাবে কাজে লাগাতে পারলে, আমি বিশ্বাস করি, চীন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে মধ্য-উচ্চ গতির অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে যেতে পারবে।"(ইয়ু/আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040