সিনচিয়াং হুথুপি জাতীয় চারাগাছ বিনিময় বাজার লিমিটেড কোম্পানির বোর্ড চেয়ারম্যান ইয়াং হোং ওয়েন সম্প্রতি সিআরআই-এর সংবাদদাতার কাছে চারাগাছ বাজার ব্যবস্থাপনার পরিচয় তুলে ধরেন। তিনি বলেন, "আমরা বিশেষ এক কম্পিউটার এনেছি। বাগানে না-গিয়েও, কম্পিউটারে সব দেখা যায়। কম্পিউটারে অনলাইন বাণিজ্যের বিভিন্ন উপায় সম্পর্কেও স্পষ্ট দিক-নির্দেশনা দেওয়া আছে।"
সিনচিয়াংয়ের হুথুপি জাতীয় চারাগাছ বিনিময় বাজার হচ্ছে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে এধরনের একমাত্র বাজার। এখানে বিক্রয়, প্রদর্শন, আধুনিক স্থানান্তর এবং অনলাইন বাণিজ্য সুবিধাসহ একটি ওয়ানস্টপ সেবাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।
এখানে ব্যবসায়ীরা দু'বছরের জন্য বিনা ভাড়ায় ব্যবসা করতে পারেন। তাই চীনের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এখানে ভাগ্য অন্বেষণে আসেন। চিয়াংসু প্রদেশের চাংচৌ শহর থেকে এসেছেন চু চি পো ও তাঁর দল। হাজার মাইল দূরের পূর্বাঞ্চল থেকে সিনচিয়াংয়ে এসে তারা বিভিন্ন প্রজাতির বড় আকারের গাছ চাষের জন্য কোম্পানি প্রতিষ্ঠা করেন। চু চি পো বলেন, "আমরা এখানে এসে প্রথমে উত্তর সিনচিয়াংয়ে গিয়েছিলাম। আমি গোটা সিনচিয়াং ঘুরে দেখেছি। এখানে চারাগাছ চাষ করার লোকের অভাব নেই। কিন্তু বড় গাছ চাষ করার লোক নেই বললেই চলে। এটা একটি বড় বাণিজ্যিক সুযোগ।"
তিনি জানালেন, তার কোম্পানির ব্যবসা দিন দিন উন্নত হচ্ছে। অদূর ভবিষ্যতে তাদের কোম্পানি নিজস্ব ওয়েবসাইট প্রতিষ্ঠা করবে বলেও জানান তিনি। চু চি পো বলেন, "এখন ইন্টারনেট অপেক্ষাকৃত উন্নত। ভবিষ্যতে আমাদের কোম্পানির নিজস্ব ওয়েবসাইট হবে। বাইদু, গুগল ইত্যাদি অনলাইন বাণিজ্যিক প্লাটফর্মের মাধ্যমে আমরা কোম্পানির প্রচার করবো। আমরা নিজস্ব ওয়েবসাইট খুলে এবং অনলাইন বাণিজ্যের মাধ্যমে বাজারে নিজেদের প্রভাব বাড়ানোর প্রচেষ্টা আরো জোরদার করবো।"
সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম চীনে অনলাইন বাণিজ্য ধাপে ধাপে জনপ্রিয় হয়ে ওঠে। সবাই জানেন, সিনচিয়াংকে চীনের পশ্চিমমুখী উন্নমুক্তকরণ প্রক্রিয়ার সেতুমুখ বলা হয়। সিনচিয়াং রেশমপথ অর্থনৈতিক এলাকার জন্যও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। বিশ্লেষকরা মনে করেন, অনলাইন বাণিজ্য সিনচিয়াংয়ের বর্তমান বাণিজ্য-ঘাটতি পূরণ করতে পারে।
সিনচিয়াং ছাংচি হুই জাতি স্বায়ত্তশাসিত বিভাগের বাণিজ্য ব্যুরোর উপ-মহাপরিচালক চাং হোং বিন বলেন, "নিজেরা সরাসরি বাইরে না-গিয়েও, আমরা ইন্টারনেটে আন্তর্দেশীয় অনলাইন বাণিজ্যের মাধ্যমে ব্যবসা করতে পারি। দেশের পূর্বাংশের শিল্পোন্নত অঞ্চলে অনলাইন বাণিজ্য নতুন কিছু নয়; তারা বহু বছর ধরেই এ কাজ করছে। আমাদের অঞ্চলটি অনুন্নত। আমরা নিজেদের দুর্বলতা উপলব্ধি করি। আমরা উন্নয়ন চাই।"
উন্নয়নের ক্ষেত্রে চীনের পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের মধ্যে ভারসাম্যহীনতা রয়েছে। গত বছরের সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট সি চিন পি 'রেশমপথ অর্থনৈতিক এলাকা' উন্নয়ন করার প্রস্তাব উত্থাপন করার পর, সিনচিয়াং, মধ্য-এশিয়া ও রাশিয়াসহ সংশ্লিষ্ট দেশগুলোর ভৌগোলিক গুরুত্ব আগের তুলনায় বৃদ্ধি পায়। চাং হোং বিন বলেন, চতুর্থ চীন—এশিয়া ও ইউরোপ মেলা চলাকালে ছাংচি বিভাগ সরকার, রাশিয়ার মেগা গ্রুপ এবং সিনচিয়াংয়ের ব্রাদার্স ইউনিয়ন নেটওয়ার্ক টেকনোলজি কোম্পানি লিমিটেডের মধ্যে একটি ত্রিপক্ষীয় সহযোগিতার কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়। মেগা গ্রুপ হচ্ছে বর্তমান রাশিয়ার বৃহত্তম অনলাইন বাণিজ্য ওয়েবসাইট। রুশ ভাষা প্রচলিত আছে এমন দেশগুলোতে এ কোম্পানির ভূমিকা ও প্রভাব অনেকটা চীনের আলিবাবার মতো। মেগা গ্রুপের সদরদপ্তর অবস্থিত সেন্ট পিটারসবার্গে। এর ব্যবসা রুশ ভাষা প্রচলিত আছে বিশ্বের এমন ১৭টি দেশে বিস্তৃত। চুক্তিটি স্বাক্ষরিত হবার পর ছাংচি বিভাগ কর্তৃপক্ষ এ অঞ্চলের উন্নয়নের ভবিষ্যত সম্ভাবনা সম্পর্কে আগের যে-কোনো সময়ের তুলনায় অধিক আশাবাদী হয়ে উঠেছে। চাং হোং বিন বলেন, "ওই শিল্পপ্রতিষ্ঠান দুটি নিজ নিজ দেশের সরকারের সমর্থন পেয়েছে। এখন তাদের মধ্যে অনলাইন বাণিজ্যে পারস্পরিক সহযোগিতা বাড়লে, চীন ও রাশিয়াসহ রুশ ভাষা প্রচলিত আছে এমন দেশগুলোর মধ্যে বাণিজ্যিক লেনদেন আরো জোরদার হবে। আর আমরা রুশ ভাষার ওয়েবসাইটের মাধ্যমে রুশ ভাষা প্রচলিত আছে এমন ১৭টি দেশে আমাদের পণ্যের প্রচারণা চালাবো। এর প্রভাবশক্তি বিরাট।"
চাংচি হুই জাতি স্বায়ত্তশাসিত বিভাগের বাণিজ্য ব্যুরোর উপ-মহাপরিচালক চাং হোং বিন আরো বলেন, "তারা আমাদের টমেটো সস আমদানি করে। ছাংচি বিভাগের টমেটো সস সিনচিয়াংয়ের সেরা। উত্পাদনের পরিমাণ এবং গুণগত মানের জন্যও বিশ্বে এখানকার টমেটো সসের সুনাম আছে। রাশিয়া প্রতি বছর প্রায় ৩০০০ টন করে টমেটো সস আমদানি করে।"
বিখ্যাত ব্র্যান্ড 'পশ্চিমাঞ্চলের ফল বাগান'-এর অধিকারী সিনচিয়াংয়ের ফল গোষ্ঠী হচ্ছে সিনচিয়াংয়ের অনলাইন বাণিজ্য খাতের অগ্রদূত। এ গোষ্ঠীর মার্কেটিং বিভাগের ব্যবস্থাপক রেন ওয়েই লোং বলেন, কোম্পানি নিজের অনলাইন বাণিজ্য প্লাটফর্ম প্রতিষ্ঠার পাশাপাশি, আলিপের সাথে সহযোগিতার মাধ্যমে মূল্য পরিশোধ সমস্যার সমাধান করেছে। সিনচিয়াংয়ের ভৌগোলিক অবস্থান অপেক্ষাকৃত দূরে থাকায়, চীনের সুনফাং ও শেনথোংসহ কয়েকটি নামকরা পণ্য স্থানান্তর শিল্প-প্রতিষ্ঠানের সাথে সহযোগিতার মাধ্যমে অঞ্চলটির পরিবহন সমস্যারও সমাধান হয়েছে। বর্তমানে এখান থেকে ৪৮ ঘন্টায় বিভিন্ন স্থানে পণ্য পাঠানো যায়। নিজস্ব অভিজ্ঞতা বৃদ্ধি এবং এ অঞ্চলের অনলাইন বাণিজ্য ত্বরান্বিত করার জন্য সিনচিয়াং ফল গোষ্ঠী ও আলিবাবা গোষ্ঠীর সাথে সহযোগিতার মাধ্যমে সিনচিয়াংয়ে প্রতিষ্ঠিত হয়েছে 'থাওবাও বিশ্ববিদ্যালয়'। এ বিশ্ববিদ্যালয় সিনচিয়াংয়ের অনলাইন বাণিজ্য খাতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ দেয় এবং এতদঞ্চলের অনলাইন বাণিজ্যের উন্নয়নে ভূমিকা রাখে। রেন ওয়েই লোং আরো বলেন, "থাওবাও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এক বছরে এর প্রশিক্ষকরা এক লাখ কিলোমিটার পথ অতিক্রম করেছে। তাদের পদচিহ্ন পড়েছে সিনচিয়াংয়ের খাশি, হোথিয়ান, হামি, থুলুফান, ইলিসহ বিভিন্ন অঞ্চলে। এসময়ের মধ্যে ১০ হাজারেরও বেশি লোক প্রশিক্ষণ পেয়েছে। এ বিশ্ববিদ্যালয় সিনচিয়াংয়ের মাঝারি ও ক্ষুদ্র শিল্প-প্রতিষ্ঠানগুলোর অনলাইন বাণিজ্য উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।" (ইয়ু/আলিম)
| ||||