Web bengali.cri.cn   
হরতাল অবরোধে পর্যটন খাতসহ অর্থনীতিতে ধস, ক্ষতি ৭৫ হাজার কোটি
  2015-02-09 19:05:58  cri

হরতাল-অবরোধে ধস নেমেছে বাংলাদেশের পর্যটন খাতে। শীত মওসুমে কক্সবাজার, সেন্টমার্টিন, রাঙামাটি, বান্দরবান ও কুয়াকাটার মতো পর্যটক কেন্দ্রগুলো পর্যটকদের পদভারে মুখরিত থাকার কথা। কিন্তু হরতাল-অবরোধের কারণে পর্যটক শূন্য সবকটি স্পট। কক্সবাজারে বাবা-মায়ের সঙ্গে অবকাশযাপন শেষে ফেরার পথে যশোরের কিশোরী মাইশা ও তার বাবা বাসে পেট্রোলবোমা হামলায় দগ্ধ হয়ে মারা যাবার পর পর্যটন কেন্দ্রগুলো আরও পর্যটক শূন্য হয়ে পড়েছে। কেউই আর জীবনের ঝুঁকি নিয়ে অবকাশে যাচ্ছেন না।

দেশের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র কক্সবাজার। ১৭ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মাত্র ১৮ দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রায় ৭ লাখ পর্যটক অবকাশ যাপন করেন। কিন্তু বর্তমানে কক্সবাজার প্রায় পর্যটক শূন্য। এতে প্রতিদিন আবাসিক খাতে দেড় কোটি, রোস্তোরায় এক কোটি ও পর্যটন সংশ্লিষ্ট অন্যান্য খাতে ৫০ লাখ টাকা লোকসান হচ্ছে। হোটেল-রেস্তোরায় কর্মরত ৩০ হাজার কর্মীর জীবিকা হুমকির মুখে। এইর মধ্যে ছাটাই করতে হয়েছে ১২ হাজার কর্মীকে। একই অবস্থা সেন্টমার্টিন, রাঙামাটি, বান্দরবান, কুয়াকাটার পর্যটন কেন্দ্রগুলোতে।

দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের হিসেব মতে গত ৩৫ দিনের হরতাল-অবরোধে পর্যটন খাতে মোট ক্ষতি প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা। আর দেশের অর্থনীতির সার্বিক ক্ষতি হয়েছে ৭৫ হাজার কোটি টাকা। পর্যটনের মতোই দেশের পরিবহণ, গার্মেন্টস খাতসহ অর্থনীতির সবকটি সেক্টরকে গুণতে হচ্ছে বড় অংকের লোকসান।

এফবিসিসিআইয়ের হিসেব মতে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেশের প্রধান রপ্তানি খাত পোশাক শিল্পে। এ খাতে ক্ষতির পরিমাণ সর্বোচ্চ ৩০ হাজার কোটি টাকা। পরিবহন খাতে সাড়ে ৯ হাজার কোটি, উৎপাদন খাতে ৪ হাজার কোটি, কৃষি ও পোল্ট্রি খাতে সাড়ে ৯ হাজার কোটি, আবাসন খাতে ৭ হাজার ৭৫০ কোটি, হিমায়িত পণ্য খাতে ২৫০ কোটি ও খুচরা ও পাইকারি ব্যবসায় ক্ষতি হয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। অর্থনীতির বড় বড় এ খাতগুলোর পাশাপাশি ছোটবড় প্রায় প্রতিটি খাতই অপূরণীয় ক্ষতির শিকার হচ্ছে।

রাজনৈতিক এ অস্থিরতায় অর্থনীতির ব্যাপক ক্ষয়ক্ষতিতে উদ্বিগ্ন ব্যবসায়ী সমাজ। রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা ও অর্থনীতি রক্ষায় জাতীয় পতাকা হাতে রাজপথে নেমেছেন ব্যবসায়ী সমাজ। সবার ওপরে দেশ। দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও স্লোগান নিয়ে রোববার রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। তাদের কণ্ঠে ছিল জাতী সংগীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

এফবিসিসিআই, পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ-সহ দেশের সব ব্যবসায়ী সংগঠন যোগ দেয় এ প্রতিবাদ কর্মসূচিতে। চলমান হরতাল-অবরোধে ব্যবাস-বাণিজ্য ও অর্থনীতির ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমদ। প্রতিবাদ কর্মসূচি থেকে হরতাল অবরোধ প্রত্যাহরের দাবি জানান তারা। রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংকট সমাধানেরও আহ্বান ছিল তাদের। প্রয়োজনে আইন করে হরতাল-অবরোধ নিষিদ্ধ করার পক্ষে অবস্থান নেন ব্যবসায়ী সমাজ।

বিদ্যমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে মন্তব্য করে কাজী আকরাম অনতিবিলম্বে সংকট সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040