Web bengali.cri.cn   
বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া ও ভুটানের অর্থনৈতিক সম্পর্কে গতি সঞ্চার
  2014-12-08 19:21:58  cri

গত এক সপ্তাহে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া ও ভুটানের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্কে গতি সঞ্চার হয়েছে। ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া সফর, ৬ ডিসেম্বর থেকে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের ঢাকা সফর এবং বিভিন্ন চুক্তি স্বাক্ষরের ফলে দেশ দুটির সঙ্গে সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে।

প্রধানমন্ত্রী নাজিব রাজাকের আমন্ত্রণে ২ ডিসেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুয়ালালামপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ৩ ডিসেম্বর সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে স্বাগত জানান নাজিব রাজাক। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা। পরে দুনেতার উপস্থিতিতে দুদেশের মধ্যে একটি চুক্তি, দুটি সমঝোতাস্মারক ও একটি প্রটোকল স্বাক্ষরিত হয়।

এর মধ্যে ভিসা শর্তাবলীর আংশিক বিলুপ চুক্তি ও জনশক্তি রপ্তানির বিষয়ে ২০১২ সালের দুই দেশের মধ্যে হওয়া সমঝোতাস্মারক সংশোধনে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। এ প্রটোকলের ফলে মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশে ১২ হাজার বাংলাদেশির কাজের সুযোগ তৈরি হবে। পর্যায়ক্রমে তা ৬০ হাজারে উন্নীত হবে। এছাড়া পর্যটন এবং শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ে সহযোগিতায় দুটি সমঝোতাস্মারক স্বাক্ষরিত হয়েছে।

একই দিন কুয়ালালামপুরে মালয়েশিয়ার উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের দেওয়া বিনিয়োগ সুবিধা নিয়ে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশেষ করে বাংলাদেশের সড়ক, বিদ্যুত্, জ্বালানি, পর্যটন ও সেবা, বর্জ্য ব্যবস্থাপনা ও পানি সরবরাহের মতো অবকাঠামো খাতে বিনিয়োগের আহবান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনার মালয়েশিয়া সফরের পরপরই ৬ ডিসেম্বর তিন দিনের সফরে বাংলাদেশে আসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। একই দিন ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত জানান ভুটানের প্রধানমন্ত্রীকে। দুই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালেক, বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী রিনজিন দোরজে, অর্থমন্ত্রী নরবু ওয়াংচুক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে বিদ্যুৎ, পানি ব্যবস্থাপনা, কৃষি বাণিজ্যসহ স্বাস্থ্য ও সাংস্কৃতি সহযোগিতার বিষয় নিয়ে মতৈক্যে পৌঁছে দুই দেশ। পরে বাণিজ্য চুক্তি নবায়ন ও বারিধারায় ভুটান দূতাবাসের জন্য প্লট বরাদ্দ নিয়ে দুটি চুক্তি স্বাক্ষরিত হয় দুদেশের মধ্যে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, বাণিজ্য চুক্তি নবায়নের ফলে ভুটানকে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা আরও বাড়াবে বাংলাদেশ। ৭৪টি পণ্যের স্থলে এখন থেকে ৯০টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে থিম্পু। ভারতের সঙ্গে ট্রানজিটি চুক্তি হলে বাংলাদেশ-ভুটান বাণিজ্য আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব শামীম চৌধুরী জানান, দুই নেতা অত্যন্ত আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে বৈঠকে মিলিত হন। যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুদেশের চমত্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তারা। প্রেসসচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদেশের বাণিজ্য বৃদ্ধির জন্য ট্রানজিটকে একটি অন্যতম পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেন। এজন্য বাংলাদেশ ও ভুটানের ট্রানজিটের জন্য ভারতের সঙ্গে একক বা যৌথভাবে আলাপা-আলোচনা করা উচিত বলে মনে করেন শেখ হাসিনা।

১৯৭১ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হিসেবে ভুটানের ভূমিকার কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য বাংলাদেশের সরকার ও জনগণ ভুটানের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। দুদেশের বাণিজ্য ঘাটতি দূর করতে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস, মৌসুমী শাকসবজি, তৈরি পোশাক, পাট ও পাটজাত দ্রব্য, চামড়াজাহ পণ্য ইত্যাদি আমদানির আহ্বান জানান।

ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে আরও চিকিত্সক নিয়োগের আগ্রহের কথা জানান। বাংলাদেশে ভুটানের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বাড়াতেও অনুরোধ করেন তিনি। শেখ হাসিনা এ বিষয়ে বাংলাদেশ সরকারের তরফ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ভুটানের প্রধানমন্ত্রীকে। এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া সফর এবং ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040