Web bengali.cri.cn   
সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনায় মন্দার ঝুঁকি এড়াতে পারে বাংলাদেশ
  2014-11-24 19:05:47  cri

বাংলাদেশের বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতার আয়োজন করে ১৮ নভেম্বর, মঙ্গলবার। রাজধানী ঢাকার একটি হোটেলে 'আর্থিক খাত ও শ্রমবাজারে সমন্বয়: ইউরোপের অভিজ্ঞতা এবং নিম্ন আয়ের দেশের জন্য শিক্ষা' শীর্ষক এ বক্তৃতায় মূলবক্তা ছিলেন গ্রিসের সাবেক অর্থমন্ত্রী অধ্যাপক লুকা কাটসেলি।

সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির নির্বাহী পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান। সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বর্তমানে অর্থনীতির অধ্যাপক লুকা কাটসেলির পরিচয় তুলে ধরেন। আন্তর্জাতিক অর্থনীতি ও উন্নয়ন নীতিমালা বিশেষজ্ঞ অধ্যাপক কাটসেলি বর্তমানের এথেন্সের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি গ্রিসের অর্থনীতি, সক্ষমতা নৌপরিবহন মন্ত্রী ছিলেন। পরের দুবছর ছিলেন শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী। জাতিসংঘের উন্নয়ন নীতিমালা বিষয়ক কমিটির ভাইস প্রেসিডেন্টও ছিলেন অধ্যাপক কাটসেলি। ইউরোপ ও নিজ দেশ গ্রিসের অর্থনৈতিক মন্দা মোকাবেলায় তার রয়েছে প্রত্যক্ষ কাজের অভিজ্ঞতা।

অধ্যাপক কাটসেলি তার বক্তৃতায় ইউরোপের মন্দার কারণ ও উত্তরণের উপায় নিয়ে কথা বলার পাশাপাশি এর থেকে বাংলাদেশ ও স্বল্প আয়ের দেশগুলোর কী শিক্ষণীয় রয়েছে তাও তুলে ধরেন। বলেন, আর্থিক খাতের বিশৃঙ্খলা থেকেই ইউরোপে অর্থনৈতিক মন্দার শুরু হয়। তার দেশ গ্রিসও আর্থিক অব্যবস্থাপনার কারণেই কিছু মানুষ ও প্রতিষ্ঠানের কাছে জিম্মি হয়ে পড়ে- যার রেশ এখনো কাটেনি। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও পূর্ব এশিয়ার দেশগুলোতে চলমান মন্দা প্রলম্বিত হতে পারে বলে আশংকা ব্যক্ত করেন তিনি। ক্ষমতাধর ব্যক্তিবিশেষ কিংবা প্রতিষ্ঠানের কারসাজির কারণে যে কোনো দেশের সরকার বিপাকে পড়তে পারে বলেও মন্তব্য করেন কাটসেলি। এ পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘ কিংবা জি-টোয়েন্টির আওতায় একটি তদারকি সংস্থা গড়ে তোলারও পরামর্শ দেন তিনি।

বাংলাদেশসহ স্বল্প আয়ের দেশগুলোর জন্যও আর্থিক শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেন অধ্যাপক কাটসেলি। বলেন, সুষ্ঠুভাবে আর্থিক ব্যবস্থাপনা করতে না পারলে অর্থনৈতিক মন্দার ঝুঁকিতে পড়বে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখতে বেশ কিছু পরামর্শ দেন গ্রিসের সাবেক এই অর্থমন্ত্রী। বলেন, বস্ত্র ও পোশাক শিল্পের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতার বদলে অর্থনীতিতে বৈচিত্র আনতে হবে। সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতকে উজ্জীবিত করতে সক্রিয় শিল্পনীতি প্রণয়ন করতে হবে। উন্নয়নের জন্য সরকারি বেসরকারি অংশীদারিত্ব বাড়াতে হবে। সুশাসন প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কার আনতে হবে। বৈদেশিক সহায়তা আকৃষ্ট করতে অবকাঠামোগত উন্নয়নের পরামর্শ দেন অধ্যাপক কাটসেলি। পাশাপাশি বলেন রাজস্ব আয় বাড়ানোর কথাও।

এ প্রসঙ্গে কাটসেলি কর ফাঁকি রোধ ও অর্থপাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশসহ বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান। এক গবেষণায় দেখা গেছে, সুইজারল্যান্ড ও লু্ক্সেমবার্গের ব্যাংকগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাত লাখ ৬০ হাজার কোটি ডলার জমা রয়েছে। অবৈধভাবে লুকিয়ে রাখা এসব অর্থ করের আওতায় আনা গেলে বিশ্বব্যাপী প্রতিবছর কর আদায়ের পরিমাণ ২০ হাজার কোটি ডলার বাড়বে-যার বড় একটা অংশ উন্নয়ন কাজে ব্যয় হতে পারে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্য অনুযায়ী ২০১৩ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশীদের কমপক্ষে তিন হাজার কোটি টাকার বেশি গচ্ছিত রয়েছে। অবৈধভাবে পাচার করা এ অর্থের কর থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ সরকার।

সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান অধ্যাপক কাটসেলির সঙ্গে একমত পোষণ করে বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতে অনিয়ম, দুর্নীতি এবং প্রতিষ্ঠানিক অদক্ষতা কাটিয়ে ওঠা দেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবেলা করতে না পারলে একদিকে যেমন বিনিয়োগ কমবে, অন্যদিকে বাড়বে বেকারত্ব। এর অভিঘাত পড়বে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের ওপর। আর এতে সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি।

১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর এবারই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী বক্তৃতার আয়োজন করে সিপিডি। অর্থনৈতিক দিকনির্দেশনামূলক এ বক্তৃতা আগামীতে প্রতি বছর আয়োজন করা হবে বলে জানানো হয়েছে সিপিডির পক্ষ থেকে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040