Web bengali.cri.cn   
সার্ক কাঠমান্ডু সম্মেলন: জ্বালানি সহযোগিতা চুক্তি বড় সাফল্য
  2014-12-01 19:16:30  cri

হিমালয়-দুহিতা নেপালের রাজধানী কাঠমান্ডুতে ২৬ ও ২৭ নভেম্বর হয়ে গেল দক্ষিণ এশিয় সহযগিতা সংস্থা-সার্কের অষ্টাদশ শীর্ষ সম্মেলন। সার্কভুক্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের রাষ্ট্র ও সরকার প্রধানরা যোগ দেন। নেপালের প্রধানমন্ত্রী ও সার্কের চেয়ারপারসন সুশিল কৈরালা সম্মেলন উদ্বোধন করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে গুরুত্বপূর্ণ ভাষণ দেন। সার্ককে গণমানুষের সংগঠনে পরিণত করতে সার্ক নেতাদের প্রতি আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। বলেন এ অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নে সকল মতভিন্নতা দূরে রেখে একযোগে কাজ করতে হবে সবাইকে। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেসহ সার্ক নেতারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

২৭ নভেম্বর ৩৬ দফা কাঠমান্ডু ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলন। ঘোষণায় মুক্ত বাণিজ্যের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় একটি অর্থনৈতিক জোট গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন সার্ক নেতারা। ৩৬ দফা কাঠমান্ডু ঘোষণায় সাফটা ও বাণিজ্য সহযোগিতা বাড়ানো, সার্ক উন্নয়ন ফান্ড-এসডিএফকে শক্তিশালী করার বিষয়েও একমত হন তারা। এছাড়াও সার্কভুক্ত দেশে দারিদ্র্য বিমোচন, কৃষি ও খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দ্রুত সাড়া দেওয়ার কথা বলা হয়েছে কাঠমান্ডু ঘোষণায়।

তবে, সমাপনী দিনে শেষ মুহুর্তে জ্বালানি সহযোগিতা চুক্তি স্বাক্ষরকে এবারের সম্মেলনের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এ চুক্তির ফলে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুত্ ক্রয়বিক্রয়সহ জ্বালানি সহযোগিতার পথ সুগম হবে। নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা এ চুক্তিকে সম্মেলনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, এর ফলে সার্কদেশগুলোর জন্য বিদ্যুত্ ও জ্বালানির অভিন্ন বাজার তৈরি হবে এবং এক দেশ থেকে অন্যদেশ সহজেই বিদ্যুত্ কেনাবেচা করতে পারবে।

বাংলাদেশ এ চুক্তি থেকে বিশেষভাবে লাভবান হবে মনে করছে সরকার ও জ্বালানি বিশেষজ্ঞরা। জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ভারত, নেপাল ও ভুটান থেকে সহজে বিদ্যুত্ কিনতে পারবে বাংলাদেশ। জ্বালানি বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম তামিম জানান, নেপালে প্রায় ৪৫ হাজার মেগাওয়াট জলবিদ্যুত্ উত্পাদনের সম্ভাবনা রয়েছে। ভারতের উত্তরপূর্বাঞ্চলে রয়েছে ৭০ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনের সুযোগ। আর ভুটানেও বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বাংলাদেশ দীর্ঘ মেয়াদি বিদ্যুত্ ক্রয় চুক্তি করতে পারে এসব দেশের সঙ্গে। এমনকি যৌথ বিনিয়োগে মাধ্যমে এ সুযোগকে কাজে লাগাতে পারে ঢাকা।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীও সংবাদ সম্মেলনে জ্বালানি চুক্তি স্বাক্ষরকে অষ্টাদশ সার্ক সম্মেলনের সবচেয়ে বড় অর্জন বলে অভিহিত করেন। তবে, যোগাযোগ বাড়াতে রেল ও মটর ভেহিকেল চুক্তি স্বাক্ষর না হওয়ায় হতাশা ব্যক্ত করেন তিনি। তবে, তিন মাসের মধ্যেই মন্ত্রী পর্যায়ে আলাপআলোচনার মাধ্যমে চুক্তিটি চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সার্ককে গণমানুষের সংগঠনে পরিণত করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সার্ক নেতারা ইতিবাচক সাড়া দিয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

সার্কের কাঠমান্ডু সম্মেলন কিছু সাফল্যের মুখ দেখলেও সংস্থাটি দক্ষিণ এশিয়ার জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারছে না বলে মনে করেন বিশ্লেষকরা। সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক মোহাম্মদ জহির বলেন, পারস্পরিক আস্থার ঘাটতি, রাজনৈতিক সদিচ্ছার অভাব ও আমলাতান্ত্রিক জটিলতা সার্কের সাফল্যের পথে অন্তরায়। এজন্য সার্ক মহাসচিব পদটিকে শক্তিশালী করা এবং সদস্য দেশগুলোর মধ্যে আস্থা বাড়ানোর ওপর জোর দেন তিনি। চীনকে সার্কের সদস্য না করাটা একট বড় ভুল বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত। ভারতের অনাগ্রহের কারণে চীনকে সার্কের সদস্য করার বিষয়টি এগুতে পারেনি এবারের সম্মেলনে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদও মনে করেন চীনকে সার্কের সদস্য করা উচিত ছিল। চীনের মতো উদীয়মান অর্থনৈতিক শক্তি সদস্য হলে সার্কই লাভবান হতো বলে মনে করেন ড. ইমতিয়াজ।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040