Web bengali.cri.cn   
'তোংসিয়াও' দিয়ে বাজানো সুর
  2015-02-08 18:44:48  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি – পেইচিং থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এখন শুনবেন 'সুরের ধারা' আসর। আজকে আমি আপনাদেরকে চীনের জাতিগত বাদ্যযন্ত্র 'তোংসিয়াও' দিয়ে বাজানো কয়েকটি সুর শুনাবো। আশা করি, সুরগুলো আপনাদের ভালো লাগবে।

বন্ধুরা, প্রথমেই শুনুন 'প্লাম ফুল ফোটার তিনটি মুহূর্ত' নামে সুর। এটা হচ্ছে চীনের প্রাচীনকালের সেরা দশটি বিখ্যাত সুরের অন্যতম। এ সুর প্লাম ফুল বর্ণনার এক শ্রেষ্ঠ সঙ্গীত কর্ম। এ সুরে প্লাম ফুলের সাদা রং, সুগন্ধি ও শীত রোধের সব বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে।

চীনারা সাধারণত প্লাম ফুল দিয়ে উন্নত হৃদয়সম্পন্ন ব্যক্তির উপমা করেন।

তোংসিয়াও হচ্ছে চীনে খুব জনপ্রিয় ও প্রচলিত সুষির যন্ত্র, এটা ফুঁ দিয়ে বাজাতে হয়। সাধারণত বাঁশ দিয়ে তৈরি হয় এটি। তোংসিয়াও এককভাবে বাজানো যায়, অথবা গুছিনের সাথে সংগত করা যায়।

এবার শুনবেন চীনের বিখ্যাত প্রাচীন গ্রন্থ 'লাল ভবনের স্বপ্ন' দিয়ে রূপান্তরিত একই নামের টেলিভিশন নাটকের এক সুর। সুরের নাম 'শরতকালে জানালা দিয়ে বাইরের বাতাস ও বৃষ্টি দেখা'।

বন্ধুরা, সিয়াও এর উত্স হলো প্রাচীনকালের হাড়ের শিস । হাড়ের শিসের ইতিহাস আট হাজার বছরেরও বেশি সময়ের। প্রথম দিকে হাড়ের শিসের গাঁয়ে পাঁচটি গর্ত ছিল, পরে আটটি গর্ত হয়েছে। প্রথমে এর নাম ছিল থোংসিয়াও , পরে তা সংক্ষেপে বলা হয় 'সিয়াও'।

বন্ধুরা, এবার শুনুন 'সিয়াও' দিয়ে বাজানো সুর 'সুন্দর রাত্রি'। এ সুর হচ্ছে ১৯২৮ সালে সুরকার লিউ থিয়েন হুয়ার বসন্ত উত্সবের আগের রাতের জন্য রচিত একটি সুর। সুরটিতে বসন্ত উত্সবের সুন্দর রাত কাটানোর আনন্দময় আবেগ প্রকাশিত হয়েছে।

'সিয়াও' আর 'ডি' অর্থাত্ বাঁশির উত্স একই। তা হলো অনাদিকালের হাড়ের শিস। নব‍্যপ্রস্তর যুগ থেকে বাঁশ দিয়ে 'সিয়াও' তৈরি হয়। 'সিয়াও' দেখতে বাঁশির কাছাকাছি। কিন্তু ফুঁ দেয়ার জায়গা ভিন্ন। 'সিয়াও' এর আওয়াজ বাঁশির মতো এতটা উচ্চ নয়। এতে শ্রুতিমধুর সিয়াও খোঁজা সহজ নয়। বন্ধুরা, এবার শুনুন 'স্বর্গের তিব্বত' নামে সুর।

সিয়াও চীনের প্রাচীনকাল থেকে সংরক্ষিত এক বাদ্যযন্ত্র হলেও এটি দিয়ে আধুনিক সুর বাজাতে কোন সমস্যা নেই। এমন কি, এটি দিয়ে বিদেশ সম্পর্কিত সুরও বাজানো যায়। বন্ধুরা, শুনুন 'সিয়াও' দিয়ে বাজানো 'ইজিয়ান সাগর' নামে সুর।

বন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের 'সুরের ধারা' অনুষ্ঠান শুনছেন। আজকে আমি চীনের জাতিগত বাদ্যযন্ত্র 'সিয়াও' দিয়ে বাজানো কয়েকটি সুর আপনাদেরকে শুনাবো।

'রাজহংস' হচ্ছে আন্তর মঙ্গোলিয়ার উলাত অঞ্চলের একটি লোকসংগীত। বিখ্যাত সুরকার লুই ইয়ান ওয়েই এ গান লিখেছেন। এই সুরে যাযাবর জাতির বৈশিষ্ট্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। তা শুনে মনে হয়, একজন পুরুষ জন্মস্থানের প্রতি নিজের মনের ভালোবাসা ও গভীর আবেগের কথা বলছেন। শুনুন তাহলে।

বন্ধুরা, 'সিয়াও' বাদ্যযন্ত্র হিসেবে এককভাবে বাজানো যায়, সংগত করেও বাজানো যায় এবং দক্ষিণ চীনের ফুচিয়ান, কুয়াংতুং ও হোনান সহ বিভিন্ন অঞ্চলের সঙ্গীত দল বা স্থানীয় অপেরা দলের সঙ্গে সংগতও করা যায়। এবার শুনুন 'আবার হান ও থাং রাজ আমলে ফিরে যাও' নামে সুর।

'সিয়াও' যেহেতু বাঁশ দিয়ে তৈরি, সেহেতু এর এক বড় ত্রুটি হচ্ছে সহজে পচন ধরে এটিতে। তাই বর্ষাকালে বাঁশের পাইপকে শুষ্ক করে রাখতে হয়।

বন্ধুরা, এখন শুনবেন আজকের অনুষ্ঠানের শেষ সুর, নাম 'পৌরাণিক কাহিনী' । এটা একই নামের এক চলচ্চিত্রের প্রধান গানের সুর। সুরে চলচ্চিত্রের দু'জন প্রেমিক ও প্রেমিকার কথা উল্লেখ করা হয়েছে।

বন্ধুরা, এতক্ষণ আপনারা চীন আন্তর্জাতিক বেতারের সুরের ধারা আসর শুনলেন। এ অনুষ্ঠানটি শুনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আবার কথা হবে। (ইয়ু/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040