Web bengali.cri.cn   
চীনের চলচ্চিত্রের ইতিহাস, উন্নয়ন ও বর্তমান অবস্থা
  2014-07-24 09:06:51  cri

চীনের চলচ্চিত্রের ইতিহাসে 'প্রথম':

চীনের প্রথম চলচ্চিত্র হলো অপেরা চলচ্চিত্র 'তিংচুন শান (তিংচুন পাহাড়), যা ১৯০৫ সালে পেইচিং ফোং থাই ফটো গ্যালারীর উদ্যোগে নির্মিত হয়। এটি আধা ঘণ্টার একটি নির্বাক চলচ্চিত্র।

চীনের প্রথম কাহিনী-চিত্রের নাম হলো 'ডাই ফর ম্যারেজ'। ১৯১৩ সালে শাংহাইয়ে তা শুটিং করা হয়। এটিও একটি নির্বাক চলচ্চিত্র।

চীনের প্রথম 'সাউন্ড ফিল্ম' হলো ১৯৩১ সালে নির্মিত 'সিং-সং গার্ল রেড পিয়োনী'।

চীনের যে চলচ্চিত্রটি প্রথমবারের মতো আন্তর্জাতিক পুরস্কার লাভ করে তা হলো বিংশ শতাব্দীর ত্রিশের দশকে নির্মিত 'সং অফ দ্য ফিশারম্যান'। এটি ১৯৩৫ সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র দিবসে 'গৌরবময় পুরস্কার'লাভ করে।

চীনের প্রথম রঙিন চলচ্চিত্র হলো ১৯৪৮ সালে শাংহাইয়ে নির্মিত অপেরা চলচ্চিত্র 'হ্যাপিনেস নাইদার ইন লাইফ নর ইন ডেথ' ।

নয়া চীন প্রতিষ্ঠার পর প্রথম কাহিনী-চিত্র হলো ১৯৪৯ সালে নির্মিত 'সেতু' নামের চলচ্চিত্রটি।

চীনের প্রথম রঙিন কাহিনী-চিত্র হলো ১৯৫৬ সালে নির্মিত 'শুভেচ্ছা দেওয়া'।

বিদেশের সঙ্গে চীনের যৌথভাবে নির্মিত প্রথম রঙিন কাহিনী-চিত্রের নাম হলো 'কাইট'।

চীনের প্রথম যে চলচ্চিত্রটি জার্মানীর বার্লিনে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের সর্বোচ্চ পুরস্কার, অর্থাত 'গোল্ডেন বেয়ার' পুরস্কার লাভ করে তার নাম হলো 'রেড সরঘাম'। এ চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন চাং ই মৌ।

চীনের যে চলচ্চিত্রটি প্রথমবারের মতো অস্কারে সর্বশ্রেষ্ঠ বিদেশী ভাষার পুরস্কার অর্জন করে, তার নাম হলো 'ক্রশিং টাইগার, হিডেন ড্রাগন'। এ চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন চীনের তাইওয়ানের বিখ্যাত পরিচালক লি আন।


1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040