Web bengali.cri.cn   
চীনের চলচ্চিত্রের ইতিহাস, উন্নয়ন ও বর্তমান অবস্থা
  2014-07-24 09:06:51  cri



সত্যিকার চলচ্চিত্র চীনে উদ্ভূত নয়, বরং ইউরোপে তার জন্ম । তবে কোনো কোনো চীনা মনে করেন, চীনের প্রাচীনকালের 'শ্যাডো প্লে' বা 'ছায়া নাট্য' হলো প্রাচীন চলচ্চিত্রের এক ধরনের রূপ।

শ্যাডো প্লে বা ছায়া নাট্য হলো পশুর চামড়া দিয়ে তৈরী পুতুলের ওপর আলো প্রক্ষেপণের মাধ্যমে ছায়াচিত্র। তবে বিশ্লেষকদের ধারণায়, ছায়া চিত্রনাট্যকে সত্যিকার চলচ্চিত্র বলা যায় না।

১৮৯৫ সালের ২৮ ডিসেম্বর ফ্রান্সের এক জোড়া ভাই, অগাস্তে মারিয়ে লুইস নিকোলাস এবং লুইস জেন প্যারিসের একটি কফি হাউসে সাফল্যের সঙ্গে 'এক্সাইটিং দ্য ফ্যাক্টরি' শিরোনামে একটি চলচ্চিত্র প্রদর্শন করেন। আর এটিই হলো আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রের জন্মের প্রতীক।

চীনে চলচ্চিত্রের আবির্ভাব তথা উন্নয়ন চলচ্চিত্র প্রদর্শনী থেকে শুরু হয়। ১৮৯৬ সালে অগাস্তে মারিয়ে লুইস নিকোলাস এবং লুইস জেন বিশ্বের পাঁচটি মহাদেশে চলচ্চিত্র প্রদর্শনের জন্য ২১ জন সহকারী নিয়োগ করেন। এভাবে শৈল্পিক ও বাণিজ্যিক উভয় মূল্যসম্পন্ন এক ধরনের সাংস্কৃতিক পণ্য হিসেবে চলচ্চিত্র পশ্চিমা ব্যবসায়ীদের কাছে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চীনেও প্রবেশ করে।

তখন পশ্চিমা ব্যবসায়ীরা চলচ্চিত্রের ক্ষেত্রে চীনের বাজারের সম্ভাবনা শক্তি দেখে যথাক্রমে চীনে পুঁজি বিনিয়োগ করতে শুরু করেন। তাঁরা চীনে সিনেমা হল নির্মাণ করেন, চলচ্চিত্র নির্মাণ করেন এবং চলচ্চিত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040