Web bengali.cri.cn   
বাংলাদেশ-ভারত সম্পর্ক: সম-মর্যাদা হবে সম্পর্কের ভিত্তি
  2014-05-05 18:26:18  cri

তিস্তাসহ অভিন্ন নদীর পানি বন্টন, স্থল সীমান্ত চুক্তি, ছিটমহল সমস্যা, সীমান্তে হত্যাসহ বিভিন্ন ইস্যুতে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে বেশকিছু দিন ধরেই চলছে টানাপোড়েন।

সবকিছু ছাড়িয়ে বাংলাদেশের মানুষের প্রাণের দাবি তিস্তার পানি বন্টন চুক্তি সাম্প্রতিক সময়ে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়ে আগ্রহ দেখালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরোধিতার কারণে হতে পারেনি বহুপ্রতীক্ষিত চুক্তিটি। এর ফলে বাংলাদেশে সরকার থেকে শুরু করে সাধারণ মানুষের প্রত্যেকের মধ্যেই বৃহৎ প্রতিবেশী দেশ ভারতের প্রতি তৈরি হয়েছে ক্ষোভ আর অবিশ্বাস।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক সেমিনার

এমনি এক পরিপ্রেক্ষিতে ঢাকায় বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে হয়ে গেলো দুদিনের এক আন্তর্জাতিক সেমিনার। বাংলা একাডেমী শনি ও রোববার এ সেমিনারের আয়োজন করে। সেমিনার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ, ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসির মামুন, অর্থনীতিবিদ এমএম আকাশসহ দুদেশের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

দুদিনের এ সেমিনার বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে কয়েকটি প্রধান বিষয় উঠে এসেছে। সেমিনারে বলা হয়েছে বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে সমমর্যাদার ভিত্তিতে। এজন্য প্রয়োজন দুদেশের শীর্ষ নেতৃত্ব পর্যায়ে রাজনৈতিক সদিচ্ছা- বিশেষ করে ভারতের আন্তরিকতা। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির লালন এবং দুদেশের সরকারের পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে অগ্রগতি হতে পারে দুদেশের সম্পর্কের।

শনিবার প্রথম দিন সেমিনারে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বলেন, প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশের উন্নয়নের সঙ্গে ভারতের উন্নয়নও ওতঃপ্রোতভাবে জাড়িত। তাই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিনিয়োগসহ নানা বিষয়ে সাফল্য অর্জনের জন্য দুদেশের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। এজন্য ভারতে সঙ্গে বিশেষ করে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোর সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ ও সাংস্কৃতিক বিনিময়সহ নানা বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

সম্মেলনের দ্বিতীয় ও সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে ভারতকে আরো আন্তরিক হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

প্রথম দিন সম্মেলনে যোগ দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ। তিনি অভিযোগ করেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নষ্ট করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। এবিষয়ে দুদেশকে সতর্ক থাকতে হবে বলে মনে করেন তিনি। বলেন, দুদেশের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়নে দরকার দুদেশের শীর্ষ নেতৃত্ব পর্যায়ে শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা।

বাংলাদেশ ইতিহাস সম্মিলন পরিষদের সভাপতি, বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক হতে হবে সমমর্যাদার ভিত্তিতে। দুটি দেশের মধ্যে অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা এবং মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেন তিনি।

ভারতে ক্ষমতার পালাবদলে ঢাকা-দিল্লি সম্পর্ক

এদিকে, ভারতে চলছে লোকসভা নির্বাচন। এ নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটকে হারিয়ে ভারতীয় জনতা পার্টি-বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ক্ষমতায় আসতে পারে বলে জনমত জরিপগুলোতে আভাস মিলেছে। ধর্মীয় উগ্রবাদী দলটি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হতে পারে বলে কোনো কোনো মহলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির বাংলাদেশীদের বিতাড়িত করার ঘোষণা জন্ম দিয়েছে আতঙ্কের । যদিও পরে মোদি বলেছেন, তিনি প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবেন।

গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয় 'ভারতে নির্বাচন ২০১৪, বাংলাদেশ ভারত সম্পর্ক' আরেকটি সেমিনারের। সেমিনারে যোগ দেন ভারতের বিশিষ্ট সাংবাদিক কুলদীপ নায়ার। তিনি মনে করেন, বিজেপি ক্ষমতায় এলেও বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নেই। নিজের স্বার্থেই ভারত সুসম্পর্ক বজায় রাখবে বাংলাদেশের সঙ্গে।

বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এবং ভারতের বিশিষ্ট সাংবাদিক দীপঙ্কর ব্যানার্জিও যোগ দেন সেমিনারে। তারা বলেন, কোনো দেশের স্বার্থ সংরক্ষণে যেন অন্য দেশের স্বার্থহানি না হয় সেবিষয়ে নজর রাখতে হবে দুদেশকেই। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বৃহৎ প্রতিবেশী দেশ হিসেবে ভারতেরই আন্তরিকভাবে এগিয়ে আসা উচিত বলে মনে করেন তারা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040