Web bengali.cri.cn   
দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতি বিষয়ক সাম্প্রতিক খবর
  2014-04-21 19:44:08  cri

১. বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে

চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম নয় মাসে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে ২২২৪ কোটি ২৬ লাখ মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১২.৮৮ শতাংশ বেশি। তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য এবং হিমায়িত খাদ্যপণ্য রপ্তানি বাড়ায় এটি সম্ভব হয়েছে। অন্যদিকে, পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক পণ্য ও হোম টেক্সটাইল রপ্তানিতে তেমন অগ্রগতি হয়নি। বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কর্তৃক প্রকাশিত রপ্তানির হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। পরিসংখ্যান অনুসারে, মোট রপ্তানি আয়ের ৮১ শতাংশ তৈরি পোশাক খাত থেকে এসেছে। এ খাতে আয় হয়েছে ১৮০৫ কোটি ডলার। পোশাকশিল্পের এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৪১ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৫ শতাংশ বেশি। পোশাক খাতের মোট রপ্তানি আয়ের মধ্যে ওভেন পোশাক থেকে সর্বোচ্চ ৯২২ কোটি ও নিট পোশাক খাত থেকে ৮৮৩ কোটি ডলার এসেছে। এ ছাড়া, পরিসংখ্যান অনুসারে, আলোচ্য সময়ে হিমায়িত খাদ্যে ৪৯ কোটি, চামড়ায় ৩৮ কোটি ও চামড়াজাত পণ্যে ১৬ কোটি ডলার আয় হয়েছে। তিনটি পণ্যের ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা ও প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে পাট ও পাটজাত পণ্যে বরাবরের মতোই নেতিবাচক ধারাতেই আছে। আলোচ্য সময়ে খাতটি থেকে ৬১ কোটি ডলার রপ্তানি হয়েছে।

২. বাংলাদেশে ৩৫ কোটি ডলার বিনিয়োগ করবে ভিমপেলকম

বাংলাদেশে তৃতীয় প্রজন্মের তথা 'থ্রিজি' নেটওয়ার্ক সম্প্রসারণ করতে আগামী দুই বছরে এই খাতে ৩৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে রাশিয়াভিত্তিক আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা 'ভিমপেলকম'। রাজধানী ঢাকার একটি হোটেলে সম্প্রতি গণমাধ্যমেকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে ভিমপেলকমের প্রধান নির্বাহী কর্মকর্তা জো লুনডার এই কথা জানিয়েছেন। বাংলাদেশে থ্রিজির বাজার ও সম্ভাবনা পর্যবেক্ষণ করতে তিনি দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন। ২০১১ সাল থেকে বাংলাদেশের অন্যতম মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে বিনিয়োগ করেছে ভিমপেলকম।

লুনডার জানান, ২০১১ সাল থেকে ভিমপেলকম বাংলালিংকে ৬০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

বাংলাদেশে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক তথা 'ফোরজি' চালু করার ব্যাপারে আগ্রহী লুনডার। তিনি বলেন, "মানুষ যখন থ্রিজিতে অভ্যস্ত হয়ে উঠবে ও এর ব্যাপকতা বাড়বে তখন আমরা এ দেশে আরও উন্নত নেটওয়ার্ক তথা 'ফোরজি' চালু করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব।"

৩. বাংলাদেশে এডিবি'র নতুন আবাসিক পরিচালক কাজুহিকো হিগুচি

বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-র আবাসিক পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাপানের কাজুহিকো হিগুচি। সম্প্রতি এডিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এক বার্তায় নতুন পরিচালক কাজুহিকো বলেন, "আমি বাংলাদেশের মানুষের সঙ্গে কাজ করতে চাই। বাংলাদেশ খুব দ্রুত উন্নতি করছে। এডিবি তাদের জন্য সব ধরনের সহায়তাই অব্যাহত রাখবে, যাতে দেশটি সম্ভাবনা কাজে লাগাতে পারে।"

উল্লেখ্য, ১৯৮৮ সালে বহুজাতিক ঋণদাতা সংস্থা এডিবিতে যোগ দেন হিগুচি। পরিবহন, পানি সরবরাহ এবং নগরায়ণ প্রকল্পের বিষয়ে তার অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে। পাশাপাশি পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ক্রয় এবং অফিস ব্যবস্থাপনাতেও তিনি অভিজ্ঞ।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040