Web bengali.cri.cn   
দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতি বিষয়ক সাম্প্রতিক খবর
  2014-04-21 19:44:08  cri

৪. পাকিস্তানের জাতীয় আর্থিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গত ১৮ এপ্রিল ৬২০০ কোটি রুপির উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। প্রকল্পগুলো ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। অর্থমন্ত্রী ইসহাক দারের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় গৃহীত প্রকল্পগুলোর মধ্যে একটি হচ্ছে মৌলিক শিক্ষাখাতের। এ খাতের প্রকল্পটিতে ৪২৮ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় ২০১৯ সালের মধ্যে আজাদ কাশ্মিরে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৭৭টি স্কুলভবন পুনর্নির্মাণ ও পুনর্বাসন করা হবে।

৫. পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাক বলেছেন, প্রদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং স্থানীয় শিল্পগুলোকে আরো চাঙ্গা করে তুলতে প্রাদেশিক সরকার শিগগিরই কিছু সুযোগ-সুবিধা ঘোষণা করবে। তিনি গত ১৮ এপ্রিল পেশওয়ারে হরিপুরের হাত্তার ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত এক সভায় এ কথা জানান। তিনি জানান, প্রদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে চারটি নতুন শিল্প এলাকা গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রী বলেন, হাত্তার ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে ৭০,০০০ কোটি রুপি ব্যয়ে একটি আধুনিক স্টিল মিল গড়ে তোলার পরিকল্পনা গৃহীত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে ৬৫০,০০০ মেট্রিক টন স্টিল উত্পন্ন হবে এবং এতে ৩৫০০০ লোকের কর্মসংস্থান হবে বলে তিনি জানান।

৬. ভারত থেকে চলে যেতে চাইছে আভিভা

ভারতের জীবনবিমা ব্যবসা থেকে হাত গুটিয়ে নিতে চাইছে ব্রিটিশ বিমা বহুজাতিক কোম্পানি আভিভা। ব্যবসা সন্তোষজনক না-হওয়ার কারণেই নাকি কোম্পানিটি এ চিন্তা করছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। বর্তমানে ভারতের ডাবর গোষ্ঠীর সাথে যৌথ বিমা ব্যবসার ২৬ শতাংশের অংশীদার আভিভা। ৭৪% অংশীদারি ডাবর গোষ্ঠীর। এদিকে, ডাবর গোষ্ঠীও নাকি আভিভা ইন্ডিয়ায় নিজেদের অংশীদারি বেচে বেরিয়ে আসতে চাইছে।

শেয়ার বিক্রি নিয়ে আভিভা ইন্ডিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য না-পাওয়া গেলেও, আভিভার শেয়ার বিক্রির জন্য আপাতত ৩ সংস্থাকে বাছা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সেগুলি হল— বিড়লা সানলাইফ ইনশিওরেন্স, এইচডিএফসি লাইফ এবং ম্যাক্স লাইফ ইনশিওরেন্স। ওই তিনটির মধ্যে একটি সংস্থার এক পদস্থ কর্তা বলেন, "আভিভা ইন্ডিয়ার শেয়ার বিক্রির দু'টি বিকল্প পথ রয়েছে। এক, শুধু ব্রিটিশ সংস্থাটির হাতে থাকা ২৬% শেয়ার বিক্রি। আর দুই, ডাবরের ৭৪% সমেত আভিভা ইন্ডিয়ার সমস্ত শেয়ারই বিক্রি করা।" তবে এর কোনটি নিয়ে তাঁদের সঙ্গে কথা চলছে, সে বিষয়ে কোনও কথা জানাতে অস্বীকার করেন তিনি।

উল্লেখ্য, প্রত্যক্ষ বিদেশি লগ্নি (এফডিআই) সংক্রান্ত আইন অনুযায়ী, এখন ভারতে কোনও বিমা সংস্থায় সর্বোচ্চ ২৬% শেয়ার বিদেশি সংস্থার হাতে থাকতে পারে। সেই হিসেবে এই যৌথ উদ্যোগেও ২৬% শেয়ারের মালিক ব্রিটেনের আভিভা। অন্যান্য বিদেশি বিমা সংস্থার মতোই এ দেশের যৌথ উদ্যোগে নিজেদের অংশীদারি বাড়াতে বহু দিন ধরেই আগ্রহী ছিল তারা। কিন্তু বিমায় বিদেশি লগ্নির ঊর্ধ্বসীমা না-বাড়ায় তা সম্ভব হয়নি।

৭. ভারতের চলমান লোকসভা নির্বাচনে স্রেফ পরামর্শ দিয়ে দেশের ১৫০টি উপদেষ্টা সংস্থা ৭০০ থেকে ৮০০ কোটি রুপির ব্যবসা করবে। ভারতের বণিকসভা অ্যাসোচ্যামের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে। রিপোর্ট অনুসারে, লোকসভার প্রতিটি আসনপিছু এক লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ রুপি পর্যন্ত নিয়ে থাকে তারা। বিনিময়ে তারা প্রার্থীর হয়ে যা করেন তা হচ্ছে: প্রচার ও বিপণন কৌশল ঠিক করা, সংবাদমাধ্যমেক সামলানো, ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনতার কাছে পৌছানো, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সম্ভাবনা বোঝার চেষ্টা ইত্যাদি। বণিকসভার দাবী, দিল্লি, মুম্বাই ও কোলকাতার মতো বড় শহরের বাইরেও বাড়ছে উপদেষ্টা সংস্থাগুলোর চাহিদা।

৮. মার্চে শ্রীলংকায় পর্যটকের সংখ্যা বেড়েছে

চলতি বছরের মার্চে শ্রীলংকায় পর্যটকের সংখ্যা ছিল ১৩৩,০৪৮ জন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭.৫ শতাংশ বেশি। এর মধ্যে সবচে বেশি পর্যটক এসেছে রাশিয়া থেকে। এর পরেই আছে চীনের স্থান। এ মাসে হংকং ও ম্যাকাওসহ চীন থেকে মোট পর্যটক এসেছে ৭৭০০, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫৫.১ শতাংশ বেশি। শ্রীলংকার পর্যটন বিভাগসূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে, চলতি বছরের প্রথম তিন মাসে শ্রীলংকায় পর্যটকের মোট সংখ্যা ছিল ৪২১,৫০১ জন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪.৮ শতাংশ বেশি। (আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040