Web bengali.cri.cn   
এক দশকে বাংলাদেশে সর্বনিম্ন জিডিপির আশঙ্কা
  2014-04-21 19:45:36  cri

এক দশকেরও বেশি সময়ের মধ্যে চলতি ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি সবচেয়ে কম হবে বলে আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি, বেসরকারি থিঙ্ক ট্যাংক সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি চলতি অর্থবছরে ৬ শতাংশ বা তারও কম প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাস দিয়েছে। তবে, বাংলাদেশ সরকার বলছে প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি হবে।

ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় সরকার ২০১৩-১৪ অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু অর্থনীতির নাজুক অবস্থার কারণে এ লক্ষ্যমাত্রা কমিয়ে ৬ দশমিক ৩ শতাংশ নির্ধারণ করা হয়। কিন্তু বিদেশি দাতা সংস্থা ও বেসরকারি থিঙ্কট্যাংকের পূর্বাভাস অনুযায়ী এ প্রবৃদ্ধি অর্জনও সম্ভব নয়।

চলতি সপ্তাহে বাংলাদেশের অর্থনীতি বিষয়ে বিশ্বব্যাংক তার সবশেষ প্রতিবেদন জানায় এ বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৪ শতাংশ। বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের লিড অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি অর্থবছরে ৪৫ দিন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আর্থিক ক্ষতি হয়েছে ১৪০ কোটি ডলার। পাশাপাশি রেমিট্যান্স ও বিনিয়োগের নিম্নপ্রবাহের কারণে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি নেমে আসবে সাড়ে ৫ শতাংশের নিচে। রাজনৈতিক সঙ্কট এবং তৈরি পোশাক শিল্প নিয়ে তৈরি হওয়া ভাবমূর্তি সঙ্কট কাটিয়ে উঠতে না পারলে বাংলাদেশের অর্থনৈতিক সঙ্কট দীর্ঘায়িত হবে বলে আশঙ্কা করেন ড. জাহিদ।

এশীয় উন্নয়ন ব্যাংকও জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশ হবে বলে জানিয়েছে। আইএমএফ অবশ্য ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। সিপিডি বলছে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৮ শতাংশ। সিপিডির ডিস্টিঙ্গুইসড ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য বলেন, রাজনৈতিক অস্থিরতা ও রেমিটেন্স প্রবাহ কমার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশের কম হবে। জিডিপি লক্ষ্যমাত্রা নির্ধারণের সময় সরকার বাস্তব অবস্থা বিবেচনায় নেয়নি বলে মন্তব্য করেন তিনি। ড. দেবপ্রিয় জানান, গত তিন দশক প্রবৃদ্ধির ঊর্ধ্বগতির পর গত তিনবছর ধারাবাহিকভাবে প্রবৃদ্ধির পতনের ধারা দেশের অর্থনীতির জন্য উদ্বেগের বিষয়।

তবে, দাতা সংস্থা ও বেসরকারি থিঙ্কট্যাংকের সঙ্গে একমত নয় বাংলাদেশ সরকার। পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম বলেন, দেশের উত্পাদন ব্যবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে, বাম্পার ফসল হয়েছে আর রেমিটেন্স প্রবাহ মাঝখানে কমলেও তা আবার বেড়েছে। এসব বিবেচনায় প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি হবে বলে মনে করেন তিনি। দাতা সংস্থাগুলোর পূর্বাভাস বেশিরভাগ সময় ভুল হয় দাবি করে ড. শামসুল আলম আশা প্রকাশ করেন, বিশ্ব অর্থনীতির সঙ্গে বাংলাদেশের অর্থনীতিও চাঙ্গা হয়ে উঠবে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040