Web bengali.cri.cn   
ছাংও চাঁদে উঠার গল্প
  2013-03-04 17:28:54  cri

হৌঈর বিরাট অবদান আর জনপ্রিয়তা দেখে স্বর্গের অন্য দেবতাদের প্রচণ্ড ঈর্ষা হলো। তারা স্বর্গের রাজার কাছে হৌঈর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, অপবাদ করতে থাকে। স্বর্গের রাজা তাদের কথা বিশ্বাস করে হৌঈ ও তাঁর স্ত্রী ছাংওকে শাস্তিস্বরূপ নিচুপদস্থ করে স্থায়ীভাবে মর্তে থাকার সিদ্ধান্ত গ্রহন করলেন। ফলে হৌঈ ও তাঁর স্ত্রী আর স্বর্গে ফিরে যেতে পারেন না। তাঁরা বাধ্য হয়ে পৃথিবীতেই জীবনযাপন করতে লাগলেন। স্বর্গে ফিরে যেতে না পারার কারনে প্রথমে তাদের মন কিছুটা খারাপ হলেও পরে হৌঈ পৃথিবীর মানুষের জন্য ভালো ভালো কাজ করার সিদ্ধান্ত নিলেন।

সময় চলে যায়। হৌঈ বনে শিকার করেন এবং স্ত্রীকে সাথে নিয়ে দিন আনা দিন খাওয়ার মতো জীবনযাপন করেন। তাঁর কারণে স্ত্রীও যে আর স্বর্গে ফিরে যেতে পারছে না এজন্য হৌঈর মনে খুব অনুশোচনা হয়, স্ত্রীর প্রতি তাই হৌঈ-এর ভালবাসা যেন আরও গভীর হয়ে উঠলো। একদিন তিনি শুনলেন, কুনলুন পাহাড়ের দেবী সিওয়াংমুর হাতে এক ধরনের অদ্ভূত ওষুধ আছে। এই ওষুধ খেয়ে মানুষ স্বর্গে উঠে যেতে পারে। তাই হৌঈ পাহাড় ডিঙিয়ে নদী অতিক্রম করে কুনলুন পাহাড়ের সিওয়াংমুর কাছে যান। তিনি সিওয়াংমুর কাছে ওই অদ্ভূত ওষুধ চেয়ে অনুরোধ করেন। সিওয়াংমু তাকে ওষুধ দিতে রাজি হয়, তবে পরিতাপের বিষয় হচ্ছে তার হাতে যে ওষুধ আছে, তা খুব কম, মাত্র একজনের জন্যই তা যথেষ্ঠ। হৌঈ কোনো ভাবেই স্ত্রীকে রেখে একা একা স্বর্গে ফিরে যেতে চাইল না। আবার স্ত্রীও তাঁকে রেখে একা স্বর্গে চলে যাক এটাও তিনি চান না। ফলে হৌঈ বাসায় ফিরে এই অদ্ভুদ মহা-ওষুধ ভালোভাবে লুকিয়ে রাখার জন্য তাঁর স্ত্রীর হাতে তুলে দেয়। ছাংও অতি যত্ন করে তা লুকিয়ে রাখে, কিন্তু এটা হৌঈর সেই দুষ্ট ছাত্র ফেংমেংয়ের চোখে পড়ে যায়।

একদিন হৌঈ তাঁর ছাত্রদের নিয়ে বনে শিকার করতে যান। আর তখন ফেংমেং অসুস্থ হওয়ার ভান করে বাসায় থেকে যায়। হৌঈ যাওয়ার পর ফেংমেং তলোয়ার নিয়ে হৌঈর বাসায় অনুপ্রবেশ করে এবং সে জোর করে ছাংওয়ের কাছ থেকে মহা-ওষুধ ছিনিয়ে নিতে চায়। ছাংও বুঝতে পারলো যে, ফেংমেংয়ের সঙ্গে তিনি যুদ্ধ করে জয়ী হতে পারবে না আবার কোন ভাবে ফেংমেংয়ের মতো একজন খারাপ লোকের হাতে এই মহা-ওষুধ তুলে দিতেও পারে না। তাই এই উভয় সংকটে পড়ে এবং ভবিষতের মহা বিপদের সম্ভাবনা বুঝতে পেরে ছাংও একটি আকস্মিক সিদ্ধান্ত নেন, তিনি বাক্স খুলে মহা-ওষুধ নিজেই খেয়ে ফেলেন। ওষুধ খেয়ে ছাংও'র শরীর হালকা হয়ে বাতাসে ভাসতে থাকে আর তিনি জানালা থেকে বের হয় আকাশের দিকে উড়ে বেড়াতে থাকে। কিন্তু তাঁর স্বামীর জন্য খুব কষ্ট হতে লাগল, তাই স্বামীর কাছ থেকে যাতে বেশি দূরে থাকতে না হয়, তিনি পৃথিবীর সবচেয়ে কাছে চাঁদের দেশে গিয়ে নামে।

1 2 3
মন্তব্য
লিঙ্ক