Web bengali.cri.cn   
চীনা বিনিয়োগ উন্নয়নকেন্দ্রের সহায়তায় চীনের শিল্পপ্রতিষ্ঠানের আফ্রিকা প্রবেশ
  2013-11-18 16:25:19  cri


লাগোস আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৩ এবং চীনের সপ্তম পণ্যপ্রদর্শনী সম্প্রতি নাইজেরিয়ার বৃহত্তম শহর লাগোসে অনুষ্ঠিত হয়েছে। চীনের শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের ২০০ জন প্রতিনিধি এ মেলায় অংশ নেন। তাঁদের মধ্যে অধিকাংশ এই প্রথম বার আফ্রিকা সফর করেন। চীনের নাইজেরিয়া বিনিয়োগ ও বাণিজ্য উন্নয়নকেন্দ্র হচ্ছে আফ্রিকায় চীনের বাণিজ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠিত ১১টি সংস্থার মধ্যে বৃহত্তম। লাগোসে এ কেন্দ্রের ব্যাপক প্রভাব রয়েছে। এ বছর তারা পঞ্চম বারের মতো লাগোস আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী চীনা ব্যবসায়ীদের অভ্যর্থনা জানালো।

চেচিয়াং প্রদেশের মিস সুই এ প্রথম বার নাইজেরিয়ায় আসেন। আসার আগে তিনি শুনেছেন যে, নাইজেরিয়ার নিরাপত্তা পরিস্থিতি তেমন ভালো নয়। তাঁর মনে শঙ্কা ছিলো। তিনি বলেন, "আগে খবরে দেখেছি যে, লাগোসের কিছু কিছু জায়গা নিরাপদ নয়। সেখানে প্রায়শই দাঙ্গাহাঙ্গামা ঘটে। ফলে আমার মনে শঙ্কা ছিলো।"

আসলে নিরাপত্তা সমস্যা ছিল মেলায় অংশগ্রহণকারী অধিকাংশ চীনা ব্যবসায়ীর উদ্বেগের বিষয়। চীনের নাইজেরিয়া বিনিয়োগ ও বাণিজ্য উন্নয়নকেন্দ্রের প্রধান ব্যবস্থাপক মাদাম ছাই হোং বলেন, "সবাই জানেন, নাইজেরিয়ার নিরাপত্তা পরিস্থিতি খুব নাজুক। যে কোনো সময় কোনো আকস্মিক ঘটনা ঘটতে পারে। লাগোসে আগত চীনা ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা যথাযথ বিবেচনা করে ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। মেলার আগে আমরা লাগোসের পররাষ্ট্র-বিষয়ক সামরিক পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদের ব্যাপক সমর্থন দিয়েছে।"

নাইজেরিয়ায় জীবনযাপনের আরেকটি সমস্যা হচ্ছে খাওয়া-দাওয়া। তবে এবার চীনা পণ্য প্রদর্শনীতে আমাদের সংবাদদাতা দেখেছেন, মেলায় অংশগ্রহণকারী প্রত্যেক চীনা ব্যবসায়ী সময় মতো চীনা খাবার খেতে পেরেছেন। এর জন্য সবাই সন্তুষ্ট বোধ করেন। এ প্রসঙ্গে ছাই হোং বলেন, "বিদেশে ভালো চীনা খাবার খেতে পারা সহজ নয়। চীনা ব্যবসায়ীদের সুস্বাদু খাবার দেওয়ার জন্য আমাদের কেন্দ্রের দু'জন চীনা বাবুর্চি রোজ মনোযোগ দিয়ে বিভিন্ন ধরনের শাকসবজি, মাংস, ফল আর সুপ রান্না করেন।"

শানতোং থেকে আগত মি. ওয়াং একটি দরজা ও জানালা উত্পাদন কোম্পানির প্রধান। তিনি প্রথম বার নাইজেরিয়ায় আসেন। মেলায় কয়েক দিন থাকার পর তাঁর স্টলের সামনে অনেক ক্রেতা এসে প্রশ্ন করেন। তিনি বলেন, "মেলায় অনেক অতিথি এসে আমাদের জিজ্ঞেস করেন যে, নাইজেরিয়ায় আমাদের কোনো কার্যালয় বা দোকানপাট আছে কিনা? আমরা মনে করি, এখানে যদি এক শাখা অফিস অথবা দোকান খুলতে পারি, তাহলে আমরা সরাসরি ক্রেতাকে পণ্য বিক্রি করতে পারবো। ক্রেতারা সবচেয়ে উপযুক্ত দামে পণ্য কিনতে পারবেন। আমরা আশা করি, এ ব্যাপারে নাইজেরিয়া আমাদের সাহায্য করবে।"

ছাই হোং বলেন, তাদের কেন্দ্রের অভিজ্ঞ কর্মীরা নাইজেরিয়ায় প্রথম বার আসা চীনা ব্যবসায়ীদেরকে কারখানা বা শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, কোম্পানি নিবন্ধন বা দীর্ঘকালীন বসবাস অনুমোদন-সংশ্লিষ্ট নানা বিষয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন, যাতে তারা আইনানুগভাবে নাইজেরিয়ায় ব্যবসা করতে পারেন।

ছাই হোং বলেন, প্রতি বছর নাইজেরিয়ায় চীনা পণ্যপ্রদর্শনী আয়োজনের সময় লাগোসে চীনা কনস্যুলেট সমর্থন দেয় ও সাহায্য করে।

আগামী বছরের মেলা প্রসঙ্গে ছাই হোং বলেন, "আমরা আশা করি, আগামী বছর এ মেলা আরো সুন্দরভাবে আয়োজিত হবে। আশা করি, আপনারা নাইজেরিয়ায় এসে নিজের বাড়ি ফেরার মতো বোধ করবেন। আশা করি, আপনারা নাইজেরিয়ায় আরো উপযোগী বাণিজ্যিক সুযোগ খুঁজে পাবেন। আশা করি, শিল্পপ্রতিষ্ঠানগুলো নাইজেরিয়ার বাজারে ভালোভাবে বিকশিত হবে।"(ইয়ু/এসআর)

মন্তব্য
লিঙ্ক