Web bengali.cri.cn   
আন্তর্জাতিক বাজার দখল চীনের গৃহস্থালী বৈদ্যুতিক সরঞ্জামের
  2013-09-23 18:34:36  cri


চীনের সংস্কার ও উন্মুক্তকরণের পর ১৯৮০ সালে প্রথম চীন ও বাইরের যৌথ উদ্যোগী প্রতিষ্ঠান হিসেবে খাংচিয়া গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়। তখন থেকে চীনের রঙিন টেলিভিশনের গবেষণা ও উত্পাদন শুরু হয়। ত্রিশ বছর পর এখন খাংচিয়া ৩০টিরও বেশি বিশ্বমানের রঙিন টেলিভিশনের উত্পাদন লাইনের অধিকারী হয়েছে। ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও উত্তর আমেরিকায় তার উত্পাদনকেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে এবং সত্যিকার এক আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

খাংচিয়া গোষ্ঠীর কর্মশালা

পূর্ব চীনের বিখ্যাত খুনশান অর্থনৈতিক উন্নয়ন অঞ্চলে খাংচিয়া গোষ্ঠীর একটি উত্পাদন কেন্দ্র আছে। এখানে উত্পাদিত রঙিন টেলিভিশন বিভিন্ন দেশে রপ্তানি হয়। খুনশানের আলোকবিদ্যুত্ শিল্প পার্ক খাংচিয়া গোষ্ঠীকে টেলিভিশন উত্পাদনের প্রয়োজনীয় সকল খুচরা যন্ত্রাংশ সরবরাহ করে। ভৌগোলিক সুবিধার কারণে পরিবহণ ও উত্পাদন-ব্যয় হ্রাস পেয়েছে। টেলিভিশনের দামও কমেছে।

খুনশানে খাংচিয়া ইলেকট্রন লিমিটেড কোম্পানির উপ-মহাব্যবস্থাপক চাং হাই নিং মনে করেন, প্রযুক্তির নবায়ন আর রাষ্ট্রের নীতিগত উত্সাহ হচ্ছে চীনের গৃহস্থালী বৈদ্যুতিক সরঞ্জাম শিল্পের দ্রুত উন্নয়নের প্রধান কারণ।

বাজারের প্রতিদ্বন্দ্বিতা মোকাবিলায় ২০১১ সালে খুনশানের খাংচিয়া উত্পাদনকেন্দ্র গবেষণা বিভাগ প্রতিষ্ঠা করে। প্রকৌশলীরা মনোযোগ দিয়ে বৈশ্বিক বাজারে রঙিন টেলিভিশনের চাহিদা মেটানোর বিষয় নিয়ে গবেষণা করেন।

গবেষণা বিভাগের প্রধান ছিয়াও শিয়াও ফাং বলেন, বর্তমান পরিবেশে টিকে থাকতে চাইলে নমনীয়ভাবে আন্তর্জাতিক বাজারের পণ্যের চাহিদা মেটানো দরকার। তিনি বলেন, "এখন ইলেকট্রনিক পণ্যের মূল্য-যুদ্ধ সত্যি গুরুতর। অনেক বিদেশি ক্রেতা পণ্যের দামের ব্যাপারে অতি উঁচু চাহিদা উত্থাপন করে। অর্থাত্ সস্তা দাম হলে বাজারে প্রতিযোগিতার শক্তি বেশি। এমন বাজার চাহিদা মোকাবিলায় আমাদের অনেক নিম্ন ব্যয়ের পণ্য আছে। কিন্তু অনেক উচ্চ মানের ক্রেতাও আছেন। তাঁরা চান সমৃদ্ধ উপাদানের টেলিভিশন। যেমন ছবি ভালো আর শব্দও ভালো। এমন পণ্যও আমাদের আছে।"

১৯৭৮ সালে চীনের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় ওয়াশিং মেশিন বা কাপড়-ধোয়া যন্ত্র ব্লু সোয়ান ব্র্যান্ড বাজারে আসে। ৩০ বছর পর চীনের স্মল সোয়ান কোম্পানি বিশ্বের তৃতীয় বৃহত্তম কাপড়-ধোয়া যন্ত্র নির্মাতায় পরিণত হয়েছে। এ কোম্পানির পণ্য যুক্তরাষ্ট্র ও জাপানসহ ১৩০টিরও বেশি দেশ ও অঞ্চলে রপ্তানি হয়। এ কোম্পানি সম্পূর্ণ স্বয়ংক্রিয় চক্র, রোলার আর ড্রামসহ সব ধরনের কাপড়-ধোয়া যন্ত্র উত্পাদন করে।

1 2
মন্তব্য
লিঙ্ক