Web bengali.cri.cn   
চীনের শিল্পখাতে প্রত্যাশিত বার্ষিক প্রবৃদ্ধি-হার অর্জনের সম্ভাবনা বেশি
  2013-08-05 16:32:00  cri

চলতি বছরের প্রথমার্ধে চীনের শিল্প ও টেলিযোগাযোগ খাতের উন্নয়নগতি স্থিতিশীল ছিল। ওই সময় চীনের ইন্টারনেট খাত দ্রুত বিকশিত হয়েছে। ২৪ জুলাই চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ে আয়োজিত ২০১৩ সালের প্রথমার্ধে শিল্প ও টেলিযোগাযোগ খাতের উন্নয়ন পরিস্থিতি-সম্পর্কিত এক প্রেস ব্রিফিংয়ে শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয়ের মহাপ্রকৌশলী ও মুখপাত্র চু হোং রেন এ কথা বলেন।

এ বছরের প্রথমার্ধে চীনের বৃহত্ আকারের শিল্পের মূল্য সংযোজন এর আগের বছরের একই সময়ের চেয়ে ৯.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রবৃদ্ধির হার এ বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ০.২ শতাংশ হ্রাস পেয়েছে। যদিও চলতি বছরের জন্য বছরের গোড়ার দিকে নির্ধারিত ১০ শতাংশ প্রবৃদ্ধি-হার থেকে অর্জিত প্রবৃদ্ধির বেশ ব্যবধান রয়েছে, তবে চু হোং রেন মনে করেন, প্রচেষ্টার মাধ্যমে পূর্ব-নির্ধারিত প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।

চীনের শিল্প ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মহাপ্রকৌশলী ও মুখপাত্র চু হোং রেন

তিনি বলেন,"যদিও এ বছরের দ্বিতীয় প্রান্তিকে বৃহত্ আকারের শিল্পের মূল্য সংযোজন এর আগের বছরের একই সময়ের চেয়ে ৯.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, তবে প্রথম প্রান্তিকের চেয়ে কিছুটা হ্রাস পেয়েছে। উচ্চ ও নতুন প্রযুক্তিগত শিল্পে এ বছরের প্রথমার্ধের মূল্য সংযোজন ছিল ১১.৬ শতাংশ। এ অঙ্ক বৃহত্ আকারের শিল্পের মূল্য সংযোজনের চেয়ে প্রায় ২.৩ শতাংশ বেশি। গত বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে এ বছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত চীনের বৃহত্ আকারের শিল্পের মূল্য সংযোজন মোটামুটি ৯ থেকে ১০ শতাংশের মধ্যে ছিল। এক্ষেত্রে তেমন উঠানামা হয়নি। এমন প্রবৃদ্ধির গতিকে সারা বিশ্বের মধ্যে অপেক্ষাকৃত উচ্চ প্রবৃদ্ধির গতি বলা যায়।"

এ বছরের প্রথমার্ধে চীনের টেলিযোগাযোগ শিল্পে লক্ষণীয় অগ্রগতি অর্জিত হয়েছে। বিশেষ করে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তথ্যপ্রযুক্তি পণ্য ভোগের ভূমিকা আরো স্পষ্টভাবে আবির্ভূত হয়েছে। অনুমান করা হচ্ছে, এ বছরের প্রথম পাঁচ মাসে তথ্যপ্রযুক্তি পণ্য ভোগের পরিমাণ টাকার অঙ্কে ১.৩৮ ট্রিলিয়ন ইউয়ান রেনমিনপিতে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৯.৮ শতাংশ বেশি।

চু হোং রেন বলেন, "এ বছরের প্রথমার্ধ পর্যন্ত চীনের ওয়েবচ্যাট ব্যবহারকারীর সংখ্যা পৌঁছায় ৪০ কোটিতে। আমার সন্তান আমাকে বলেছে, ওয়েব ব্লগ ব্যবহার করা ছাড়া, তুমি যদি ওয়েবচ্যাট ব্যবহার না করো, তাহলে তুমি পিছিয়ে পড়বে। চলতি বছরের প্রথমার্ধে চীনের ওয়েবচ্যাট ব্যবহারকারীদের ব্যবহৃত ভ্রাম্যমাণ ইন্টারনেট ট্রাফিক গত বছরের একই সময়ের চেয়ে ৫৬.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইলেক্ট্রনিক পণ্যের বাণিজ্য-বাজারের আকার ৫.৪ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। এ অঙ্ক গত বছরের প্রথমার্ধের তুলনায় ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পরিমাণগত দিক থেকে স্মার্ট ফোন আর স্মার্ট টেলিভিশনের বিক্রিতে প্রবৃদ্ধির হার ২৫ শতাংশ ছাড়িয়ে গেছে। বোঝা যায়, তথ্যপ্রযুক্তি পণ্যের ভোগ ধাপে ধাপে বাজারের নতুন আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।"

চু হোং রেন বলেন, সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদের স্থায়ী কমিটির এক অধিবেশনে তথ্যপ্রযুক্তি পণ্যের ভোগ বাড়ানো এবং অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণ করার বিষয়ে গবেষণা করা হয়েছে।

শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগ তথ্য অবকাঠামো প্রতিষ্ঠা জোরদার করা, তথ্যপ্রযুক্তিজাত পণ্যের সরবরাহের সামর্থ্য বৃদ্ধি করা, উন্নয়নের পরিবেশ সৃষ্টি করা এবং গণসেবা তথ্যায়নের মান উন্নত করা-সম্পর্কিত সুনির্দিষ্ট নীতি ও ব্যবস্থা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখেছে, যার লক্ষ্য তথ্যপ্রযুক্তি পণ্যের ভোগকে রিয়্যাল এস্টেট ও গাড়ির পর অর্থনৈতিক প্রবৃদ্ধির আরেক নতুন খাতে পরিণত করা যায়।

তথ্যপ্রযুক্তি পণ্যের ভোগ দ্রুত বাড়ার পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা এবং ইন্টারনেট-ভিত্তিক লেনদেনের নিরাপত্তাসহ অনেক বিষয় জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছে। শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয়ের টেলিযোগাযোগ উন্নয়ন বিভাগের উপপ্রধান চু জুন জানান, "আমাদের মন্ত্রণালয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং নিরাপত্তার দায়িত্ব বলবত্ করার জন্য এ বছর টেলিযোগাযোগ ও ইন্টারনেট তথ্য সুরক্ষা-সংক্রান্ত বিধিমালা প্রকাশ করেছে। যেমন আমাদের নিয়ম অনুযায়ী, ব্যবহারকারীদের সত্য মর্যাদার তথ্য রক্ষার দায়িত্ব পালন করতে এবং কঠোর গোপনীয়তা রক্ষার ব্যবস্থা নিতে হবে টেলিযোগাযোগ ব্যবসায়ীদের। যখন ব্যবহাকারীদের তথ্য ফাঁস হয় বা ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে, তখন টেলিযোগাযোগ ব্যবসায়ীদের অবিলম্বে সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। বিধিমালায় সংশ্লিষ্ট আইনগত দায়িত্ব লিপিবদ্ধ করা হয়েছে।"

চু জুন আরো বলেন, "নিরাপদ ও বিশ্বাসযোগ্য তথ্যপ্রযুক্তি পণ্য ভোগের পরিবেশ গড়ে তোলার পাশাপাশি চীন 'ব্রডব্যান্ড চায়না' কৌশল কার্যকর করবে, 'জনগণকে তথ্যের সুবিধা প্রদানকারী' প্রকল্পের কাজ দ্রুততর করবে এবং সমৃদ্ধ তথ্যজাত পণ্য সরবরাহ করবে, যাতে আগামী তিন বছরে চীনের তথ্যপ্রযুক্তি পণ্য ভোগে পরিমাণগত দিক থেকে বার্ষিক ২০ শতাংশ প্রবৃদ্ধি নিশ্চিত হতে পারে। (ইয়ু/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক