Web bengali.cri.cn   
বেদা – চীনের অসাধারণ এক শিল্পাঞ্চল
  2013-05-06 18:47:02  cri
শিহাবুর রহমান

চীনের শানতুং প্রদেশের ওয়েইফাংয়ে গড়ে উঠেছে এক বিশাল শিল্পাঞ্চল; লক্ষ্য সমন্বিত সেবার মাধ্যমে শিল্পখাতের উন্নয়নে সহায়তা যোগানো। শানতুং প্রাদেশিক সরকার এবং জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের অনুমোদনক্রমে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় এ অঞ্চল – শানতুং ওয়েইফাং বিনহাই অর্থনেতিক-প্রযুক্তিগত উন্নয়ন অঞ্চল (বেদা)। মোটি ৬৭৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে প্রতিষ্ঠিত বেদা ইতোমধ্যে জাতীয় প্রদর্শন অঞ্চল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সম্প্রতি আমরা যখন এ শিল্পাঞ্চল দেখতে যাই, তখনও এর পুরো কর্মপরিকল্পনার অনেকই বাকি সম্পন্ন হতে। পুরোদ্দমে নির্মাণ কাজ চলছে সেখানে। তবে এরই মধ্যে এ শিল্পাঞ্চলে গড়ে উঠেছে ৫ শতাধিক শিল্পকারখানা। এখানে এখন উত্পাদিত হচ্ছে গোটা চীনের মধ্যে সর্বোচ্চ পরিমাণ সোডা অ্যাশ এবং ব্রোমাইড। এছাড়া এ শিল্পাঞ্চলে উত্পাদিত হয় চীনের মোট অপরিশোধিত লবণের এক-পঞ্চমাংশ এবং ব্রোমাইনের অর্ধেক। বেদায় আরও প্রতিষ্ঠিত হয়েছে ইলেক্ট্রনিক উত্পাদন ও সংযোজন, রসায়ন উত্পাদন ও প্রক্রিয়াকরণ, গাড়ি নির্মাণ ও সংযোজন, খাদ্য ও পানীয় প্রক্রিয়াকরণ এবং শিল্পযন্ত্রপাতি উত্পাদনসহ নানা খাতের শিল্পপ্রতিষ্ঠান।

বেদার অবস্থান শানতুং প্রণালীর উত্তরে এবং চীনের অভ্যন্তরের সর্ববৃহত সাগর বোহাইয়ের দক্ষিণে। বাইরের সঙ্গে এই শিল্পাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অতি উত্তম। পূব থেকে পশ্চিম বরাবর এ অঞ্চল অতিক্রম করে গেছে জিনান-ছিংদাও এক্সপ্রেসওয়ে, রুংছাং-উহান এক্সপ্রেসওয়ে এবং ওয়েইফাং-রিচাও এক্সপ্রেসওয়ে। এছাড়া বেদার সঙ্গে যুক্ত আছে ইদু-ইয়াংখৌ রেলওয়ে এবং দ্যাচৌ-ইয়ানথাই রেলওয়ে। এখানে রয়েছে জাতীয় পর্যায়ের প্রথম শ্রেণীর উন্মুক্ত সমুদ্রবন্দর।

বেদার ৬৯ কিলোমিটার জুড়ে রয়েছে উপকূল, যেটা সমৃদ্ধ প্রাকৃতিক গ্যাস, জিওথারমাল আধার এবং বায়ুশক্তি। এখানে রয়েছে প্রায় ৬ বিলিয়ন ঘনমিটারের লোনাজলের মজুদ, যা বেদাকে চীনের বৃহত্তম লবণ ও ব্রোমাইন উত্পাদন অঞ্চলে পরিণত করেছে। বেদার অধীনে রয়েছে ৪০০ ঘনকিলোমিটারের রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পভূমি। শিল্প প্রতিষ্ঠার জন্য সহজ শর্তে পাওয়া যায় এ জমি।

চীনের ন্যাশনাল অফশোর ওয়েল কর্পোরেশন ছিংদাও থেকে বিনহাই পর্যন্ত তেল পাইপলাইন স্থাপন করেছে, যার বার্ষিক পরিবহণ ক্ষমতা দেড় কোটি টন। এছাড়া তুনইং থেকে বিনহাই পর্যন্ত আরেকটি তেল পাইপলাইন স্থাপন করা হচ্ছে, যেটা দিয়ে বছরে আরও ১ কোটি টন তেল পরিবহণ করা যাবে। তবে বর্তমান সময় পর্যন্ত মেরিন কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল, যন্ত্রনির্মাণ, দূষণমুক্ত জ্বালানি এবং মজুদকরণ সুবিধা সমন্বয়ে বেদায় একটি আধুনিক শিল্পব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। নিকট ভবিষ্যতে বেদায় ১ কোটি টন প্রক্রিয়াকরণ ক্ষমতাসম্পন্ন দুটি তেল শোধনাগার প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

উন্নতমানের সুবিধা, বিভিন্ন খাতের উন্নত শিল্পকারখানা এবং উত্তমরূপে সংরক্ষিত পরিবেশের সমন্বয়ে বেদায় একটি নতুন বিনহাই নগর প্রতিষ্ঠার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তার ভিত্তিতে 'এক নগর, চার পার্ক, প্রতিষ্ঠা নিশ্চিত হয়েছে। মধ্য ও দীর্ঘ মেয়াদে বেদা বিনহাইয়ে একটি 'জলনগর', উন্নত উত্পাদনকেন্দ্র, রসায়নশিল্প পার্ক, দূষণমুক্ত জ্বালানি পার্ক ও সমুদ্রবন্দর লজিস্টিক্‌স পার্ক প্রতিষ্ঠা করবে। এর মধ্য দিয়ে উন্নতমানের উত্পাদন শিল্প, মেরিন কেমিক্যাল শিল্প, লজিস্টিক্‌স, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন ও ব্যবসা সমন্বয়ে বেদায় একটি মোহনীয় নতুন বিনহাই নগরের আবির্ভাব হবে।

বিনহাই জলনগর প্রতিষ্ঠিত হবে ১২০ কিলোমিটার বর্গকিলোমিটার এলাকাজুড়ে, যার মধ্যে থাকবে তিনটি বাণিজ্যিক ও আবাসিক অঞ্চল, একটি বিজ্ঞান ও শিক্ষাঅঞ্চল এবং একটি পর্যটন অঞ্চল। এ অঞ্চলগুলো তৈরি করা হবে সান সিটি, হ্যাপি সিটি, হোপ সিটি ও জয় সিটি অর্থাত্ সূর্যনগর, সুখনগর, আশানগর ও আনন্দনগর - এই ধারণার ভিত্তিতে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক