Web bengali.cri.cn   
সেন্ট পিটারসবার্গে শুরু হলো জি-২০ শীর্ষ সম্মেলন
  2013-09-06 09:43:21  cri

সেপ্টেম্বর ৬: জি-২০ এর অষ্টম শীর্ষ সম্মেলন বৃহস্পতিবার বিকেলে রাশিয়ার সেন্ট পিটারসবার্গে অনুষ্ঠিত হয়েছে। জি-২০ এর বিভিন্ন সদস্য দেশের রাষ্ট্রীয় প্রধান, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন আর বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর নেতারা সম্মেলনে উপস্থিত ছিলেন। তাঁরা অর্থনৈতিক প্রবৃদ্ধি আর কর্মসংস্থান উন্নয়ন করার বিষয় নিয়ে আলোচনা করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবারের শীর্ষসম্মেলনের সভাপতিত্ব করেন। তিনি বলেন, "গত বছর মেক্সিকোর লোসকাবোস শীর্ষসম্মেলনে বিভিন্ন দেশের নেতারা আন্তর্জাতিক আর্থিক সংকট মোকাবিলার ধারাবাহিক ব্যবস্থা নির্ধারণ করেছেন। এখন বলা যায়, এ সব ব্যবস্থা ইতিবাচক ভূমিকা পালন করেছে।"

পুতিন আরো বলেন, "বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে বিশ্ব অর্থনীতিকে টেকসই ও ভারসাম্যপূর্ণ প্রবৃদ্ধির পথে ফিরিয়ে আনা। তবে এ কর্তব্য এখনো সম্পন্ন হয়নি। ঝুঁকি ও অর্থনৈতিক সংকটের ভিত্তি এখনো মৌলিকভাবে সমাধান হয়নি। বিশ্ব অর্থনীতি নতুন ঝুঁকির সম্মুখীন হচ্ছে।"

তিনি বলেন, আজ 'অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা' এই বিষয়কে কেন্দ্র করে সেন্ট পিটারসবার্গ কার্য পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।" (ইয়ু/লিপন)

মন্তব্য
লিঙ্ক