Web bengali.cri.cn   
সংরক্ষণনীতি প্রতিহত ও বিনিয়োগ জোরদার করতে জি-২০-কে আরো উদ্যোগী হতে হবে: পর্যবেক্ষণ রিপোর্ট
  2012-11-01 19:00:50  cri
নভেম্বর ১: বিশ্ব বাণিজ্য সংস্থা এবং অন্য দুটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা, জি-২০ দেশগুলোর সরকারদের প্রতি সংরক্ষণনীতি প্রতিহত এবং অধিক বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো ও বিশ্ব অর্থনৈতিক মন্দাবস্থা থেকে উত্তরণে প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছে। বুধবার প্রকাশিত এক যৌথ রিপোর্টে এ-আহ্বান জানানো হয়। বিশ্ব বাণিজ্য সংস্থা, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা এবং বাণিজ্য ও উন্নয়নসম্পর্কিত জাতিসংঘ সম্মেলন যৌথভাবে এদের অষ্টম রিপোর্টটি জি-২০ দেশগুলোর উদ্দেশ্যে প্রকাশ করে। রিপোর্টে দেশগুলোকে তাদের বাজার উন্মুক্ত রেখে নেতৃত্বগুণ প্রদর্শনেরও আহ্বান জানানো হয়। রিপোর্টের পর্যবেক্ষণ অনুসারে, ক্রমবর্ধমান কর্মসংস্থান সমস্যা, আর্থিক বাজারে অব্যাহত অস্থিরতা এবং মন্দাবস্থা থেকে অর্থনীতির উত্তরণের ধীরগতি সরকারগুলোর ওপর চাপ সৃষ্টি করছে এবং অভ্যন্তরিণ কোম্পানিগুলো পর্যাপ্ত ঋণসুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। রিপোর্টে এ-সব চাপের কাছে নতিস্বীকার না-করার জন্য জি-২০ দেশগুলোর নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়। রিপোর্টে আরো বলা হয়, জি-২০ দেশগুলোর উচিত নিজের বাজার উন্মুক্ত রাখতে, বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে এবং মন্দাবস্থা থেকে বিশ্ব অর্থনীতিকে পুনরুদ্ধাদের উপায় অন্বেষণে তাদের প্রচেষ্টা দ্বিগুণ করা। উল্লেখ্য, জি-২০ দেশগুলো ২০০৮ সাল থেকেই সংরক্ষণনীতি প্রতিহত করা এবং বিশ্ব বাণিজ্যকে পৃষ্ঠপোষকতা দেয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। দেশগুলো বিশ্ব বাণিজ্য সংস্থা, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা এবং বাণিজ্য ও উন্নয়নসম্পর্কিত জাতিসংঘ সম্মেলনকে তাদের সেই প্রতিশ্রুতি পালনের পরিস্থিতি প্রকাশ্য প্রতিবেদনের মাধ্যমে নিয়মিত বিরতিতে তুলে ধরার ক্ষমতা দিয়েছে। (আলিম)
মন্তব্য
মন্তব্য
লিঙ্ক