Web bengali.cri.cn   
মুদ্রা নীতি পরিবর্তনে সতর্ক থাকার তাগিদঃ জি-২০
  2013-07-21 18:36:21  cri
    জুলাই ২১: জি-২০ অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্ণর সম্মেলনে সদস্য দেশের মুদ্রা নীতি পরিবর্তনে সতর্ক থাকা এবং অন্য সদস্য দেশের সঙ্গে পরামর্শ ও সহযোগিতা করার তাগিদ দেওয়া হয়েছে । শনিবার মস্কোয় এ সম্মেলন শেষ হওয়ার পর প্রকাশিত এক যৌথ ইস্তাহারে এ কথা বলা হয়েছে।

    ইস্তাহারে আরো বলা হয়, গত কয়েক বছরে শিথিল মুদ্রা নীতি আরোপের কারণে অর্থনীতি দীর্ঘ মেয়াদী ঝুঁকিতে পড়েছে। তাই ভবিষ্যতে মুদ্রা নীতি পরিবর্তের সময় আরো সর্তক থাকা এবং অন্য সদস্য দেশের সঙ্গে স্বচ্ছ থাকা উচিত।

   সম্মেলনের পর রাশিয়ার অর্থমন্ত্রী আন্টোন সিলুয়ানোভ জোর দিয়ে বলেন, উন্নত ও উন্নয়নশীল দেশ উভয়ই বর্তমান শিথিল মুদ্রা নীতির পরিবর্তন চায় না।

     তা ছাড়া তিনি আরো বলেন, যদিও এবারের সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মধ্যে উন্নয়নশীল দেশের কোটা নিয়ে ঐকমতে পৌঁছান যায়নি, তবু আগামী অক্টোবরে অনুষ্ঠেয় জি-২০এর ওয়াশিংটন সম্মেলনে এ বিষয়ে পুনরায় আলোচনা করা হবে। (স্বর্ণা/লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক