Web bengali.cri.cn   
জি ২০'র ৮ম শীর্ষ সম্মেলনে যোগদিচ্ছেন সি চিন পিং
  2013-08-28 15:14:59  cri
আগস্ট ২৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্ট সি চিন পিং'র আসন্ন জি.২০ ৮ম শীর্ষ সম্মেলন এবং তুর্কমেনিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ পরিষদের ১৩তম অধিবেশনে অংশগ্রহণ সম্পর্কে দেশে-বিদেশের সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দিয়েছে।

চীনের উপপররাষ্ট্রমন্ত্রী লি পাও তোং এ সময় বলেন, এবারের জি-২০ ৮ম শীর্ষ সম্মেলনের মূল লক্ষ্য হবে অর্থনীতির উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধি করা। বিভিন্ন দেশের নেতারা বিশ্বের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাংকিং স্থিতিশীলতা, কর্মসংস্থা, বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ে আলোচনা করবেন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্মেলন চলাকালে ব্রিকস দেশগুলোর নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করবেন। পাশাপাশি তাঁর সঙ্গে সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সাক্ষাত্ হবে।

লি পাও তোং আরও বলেন, সেন্ট পিটাসবার্গ শীর্ষ সম্মলনে জি.২০'র সহযোগিতা ও অংশীদারিত্বমূলক সম্পর্কের তাত্পর্য প্রতিফলিত হবে বলে চীন আশা করে। সবার উচিত দায়িত্বের সঙ্গে সামষ্টিক অর্থনৈতিক নীতি মেনে চলা এবং এ জন্য সমন্বয় ও সহযোগিতা জোরদার করা।(ওয়াং তান হোং/লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক