Saturday Apr 12th   2025 
Web bengali.cri.cn   
এশিয়া কাপ হকিতে বড় হার দিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশ
  2013-08-26 11:32:18  cri
আগস্ট ২৬. এশিয়া কাপ হকিতে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার কাছে ৯-০ গোলের বিরাট ব্যবধানে হেরে যাত্রা শুরু করলো বাংলাদেশ। মালয়েশিয়ার ইপোহর আজলান শাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে বিজয়ীরা ৪-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধের শেষ তিন মিনিটে গোল হয়েছে তিনটি।

খেলায় প্রায় ৮০ শতাংশ সময় বল ছিল কোরিয়ানদের দখলে। বিপক্ষের গোলে মাত্র দু'বার হিট করতে সক্ষম হয়েছে বাংলাদেশের খেলোয়াড়রা। উল্লেখ্য, ২০০৯ সালের এশিয়া কাপেও দক্ষিণ কোরিয়ার কাছে বাংলাদশ ৯-০ গোলে হেরেছিল। (আলিম)

মন্তব্য
লিঙ্ক