Web bengali.cri.cn   
ঢাকায় বৈশ্বিক অংশীদারিত্ব ও উন্নয়ন শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা শুরু
  2013-08-25 18:58:07  cri

বিশ্বব্যাপী উন্নয়ন সহযোগিতা বাড়াতে ২০১৫ পরবর্তী লক্ষ্যমাত্রা নির্ধারণে ঢাকায় রোববার থেকে এক আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো কর্মশালায় অংশ নিচ্ছে।

বৈশ্বিক অংশীদারিত্ব ও কার্যকর উন্নয়ন শীর্ষক তিনদিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আন্তর্জাতিক এ কর্মশালা পারস্পরিক উন্নয়ন সহযোগিতা বাড়াতে এশিয়ার দেশগুলোর ভবিষ্যৎ পরিকল্পণা নির্ধারনে সহায়ক হবে বলে মনে করেন অর্থমন্ত্রী। এশিয়া অঞ্চলে বাণিজ্য ও বেসরকারি খাতের রূপরেখা নিয়ে আলোকপাত করা হবে কর্মশালায়। এতে গৃহীত সিদ্ধান্ত ২০১৪ সালে মেক্সিকোয় অনুষ্ঠেয় বৈশ্বিক সহযোগিতা বিষয়ক সম্মেলনে তুলে ধরা হবে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক