
আরো চার বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক

2013-08-25 18:59:03 cri
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত উপাচার্য হিসেবে আরো চার বছরের জন্য নিয়োগ পেলেন বর্তমান উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক।
বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। রোববার শিক্ষামন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। শনিবার সিনেটের বিশেষ অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপাচার্য পদে মনোনয়ন পান তিনি। এর আগে ২০০৯ সালের ১৫ জানুয়ারী অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ পান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক আরেফিন সিদ্দিক।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
