
বাংলাদেশে ইউরিয়া সারের দাম কমলো কেজিতে ৪ টাকা

2013-08-26 11:28:40 cri
আগস্ট ২৬: ডিলার ও কৃষক পর্যায়ে সারের দাম কমিয়েছে বাংলাদেশ সরকার। রোববার রাজধানীতে সচিবালয়ে আয়োজিত এক জরুরি সাংবাদিক সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানান যে, ইউরিয়া সারের মূল্য কেজিপ্রতি ৪ টাকা কমিয়ে ১৬ টাকা করা হয়েছে। এদিন থেকেই এই নতুন মূল্য কার্যকর হয়।
এসময় মন্ত্রী বলেন, "বর্তমানে আন্তর্জাতিক বাজারে সারের মূল্য স্থিতিশীল থাকায়, ফসলেরউতপাদন-খরচকমানোওটেকসইখাদ্যনিরাপত্তারস্বার্থে,ইউরিয়াসারেরদামকমানোরসিদ্ধান্ত নেওয়া হয়েছে।"গত সাড়ে চার বছরে বর্তমান সরকার প্রতি কেজি টিএসপি সারের দাম ৮০ টাকা থেকে তিন ধাপে কমিয়ে ২২টাকায়, মিউরিয়েট অব পটাশের (এমওপি) দাম ৭০ টাকা থেকে ১৫ টাকায় এবং ডিএপি সারের দাম৯০ টাকা থেকে কমিয়ে ২৭ টাকায় নামিয়ে এনেছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর ইউরিয়া সারের দাম ১২ টাকা থেকে বাড়িয়ে কেজিতে ২০টাকা করেছিল।
বর্তমানে বাংলাদেশে বছরে সাড়ে ২৪ লাখ মেট্রিক টন ইউরিয়া সারের চাহিদার বিপরীতে১৭ লাখ মেট্রিক টন আমদানি করতে হয়। (আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন

| ||||
মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
