Web bengali.cri.cn   
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে জাতিসংঘ মহাসচিবের ফোন
  2013-08-24 18:59:37  cri

জাতিসংঘ মহাসচিব বান কি মুন শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন মতবিনিময় করেন তারা।

প্রথমে প্রধানমন্ত্রীর সঙ্গে ৩০ মিনিটের টেলিফোন আলাপে জাতিসংঘ মহাসচিব সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্যের জন্য শেখ হাসিনার সরকারের প্রশংসা করেন। আগামি নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিবকে জানান, সংবিধান মেনেই নির্বাচন হবে, তবে বিরোধীদর সংসদে এসে কোনো প্রস্তাব দিলে তাকে স্বাগত জানাবে সরকার। বান কি মুনকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান শেখ হাসিনা।

পরে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফোন করেন জাতিসংঘ মহাসচিব। এসময় খালেদা জিয়া জানান, আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় জাতিসংঘ।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক