Web bengali.cri.cn   
রুশ পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ইয়াং চিয়ে ছি'র সাক্ষাত্
  2013-08-16 16:36:37  cri

আগস্ট ১৬: বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ইয়াং চিয়ে ছি মস্কোয় রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরোভের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ইয়াং চিয়ে ছি আর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরোভ

এ সময় দু'নেতা মনে করেন, চলতি বছরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর রাশিয়া সফরের মাধ্যমে দু'দেশের দ্বিপক্ষিয় সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কে গুরুত্বপূর্ণ ঐকমত সৃষ্টি হয়েছে। বর্তমানে চীন ও রাশিয়ার সম্পর্ক দু'দেশের নেতাদের নির্ধারিত পথেই এগিয়ে যাচ্ছে। দু'পক্ষের উচ্চ পর্যায়ের যোগাযোগ অত্যন্ত সুদৃঢ় এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে ঘনিষ্ঠভাবে বিনিময় করছে। সাক্ষাতে আরো উল্লেখ করা হয় যে, রাশিয়ায় অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট অংশগ্রহণ করবেন এবং পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এটা হবে দ্বিতীয় পর্যায়ের চীন ও রুশ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বৈঠক।

এ ছাড়া দু'পক্ষ কোরীয় উপদ্বীপ পরিস্থিতি, ইরানের পরমাণু সমস্যা এবং সিরিয়া সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। দু'পক্ষ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বিশ্বের শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকার করেন। (শুয়েই/লিপন)

মন্তব্য
লিঙ্ক