Web bengali.cri.cn   
হেইলোংচিয়াং নদীর বন্যা প্রতিরোধ নিয়ে লি খে ছিয়াং ও মেদভেদেভের ফোনালাপ
  2013-08-27 11:02:12  cri

আগস্ট ২৭: চীনের প্রধানমন্ত্রী লি খে ছিয়াং সোমবার রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। এসময় দু'নেতা উত্তর-পূর্ব চীনে হেইলোংচিয়াং নদীর বন্যা প্রতিরোধ বিষয়ে মতবিনিময় করেন।

ফোনালাপকালে মেদভেদেভ রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলে বন্যা প্রতিরোধ ও ত্রাণকাজের অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন, গুরুতর দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অতীতে দু'দেশ সুষ্ঠু যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে পরস্পরকে সহযোগিতা করেছে। তিনি বলেন, রাশিয়া চীনের সাথে বন্যার তথ্য বিনিময় করে সমন্বয় ও সহযোগিতা আরো জোরদার করতে এবং যৌথভাবে হেইলোংচিয়াং নদীর অববাহিকায় বন্যা প্রতিরোধ ও ত্রাণকাজ পরিচালনা করতে চায়।

এ-প্রসঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি খে ছিয়াং জানান, দু'নেতা এক সপ্তাহের মধ্যে দু'বার টেলিফোনে কথা বলেছেন এবং এসময় হেইলোংচিয়াং নদীর অববাহিকায় বন্যা প্রতিরোধ ও ত্রাণকাজ নিয়ে কথা হয়েছে। এ-বিষয়ে দু'দেশের সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও কার্যকর যোগাযোগকে চীন ও রাশিয়ার কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের সবচেয়ে ভালো প্রতিফলন মনে করেন তিনি। তিনি আশা করেন যে, রাশিয়া অব্যাহতভাবে নদীর উচ্চ অববাহিকায় বন্যা রোধ করবে এবং বন্যা মোকাবিলায় দেশটি চীনকে সহায়তা করে যাবে। প্রধানমন্ত্রী আরো বলেন, "আমরা বিশ্বাস করি, যৌথ প্রচেষ্টার মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় দু'দেশের জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখা সম্ভব।"(ইয়ু/আলিম)

মন্তব্য
লিঙ্ক